• এই দুই লাইনে মিলবে বিশেষ মেট্রো পরিষেবা
    আজকাল | ২৩ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বড়দিনে চলবে স্পেশাল মেট্রো। জানিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। 

    বৃহস্পতিবার বড়দিন। মানুষজন ভিড় করবেন পার্ক স্ট্রিটে। সেই ভিড়ের কথা ভেবেই এই সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। মেট্রো কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে বড়দিন অর্থাৎ বৃহস্পতিবার ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে দশটায়। আর দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০.‌২৩ মিনিটে। 

    সোমবার বিজ্ঞপ্তি জারি করে সময়সূচি জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বড়দিনে শহরের পথে বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বেশি রাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কলকাতা মেট্রোর নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়দিনে ব্লু লাইনে ২৭২ টির বদলে ২২৪টি মেট্রো চলবে। প্রতি ৭ মিনিটে পাওয়া যাবে পরিষেবা। গ্রিন লাইনে চলবে ২০১টি মেট্রো। ৬ মিনিট পরপর মেট্রো পাবেন যাত্রীরা। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকালের প্রথম মেট্রোর দিনক্ষণে বিশেষ কোনও বদল নেই। ডাউনে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ৬.৫৪–র বদলে বড়দিনে পাওয়া যাবে ৬.৫০ মিনিটে। দিনের শেষ মেট্রোর সময়সূচিতে অনেকটাই বদল রয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের বদলে ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো রাত ৯টা ৩৩–এর বদলে ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে। আর শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত মেট্রো রাতে পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়।

    গ্রিন লাইনে আপ ও ডাউন মেট্রোর সময়সূচিতে তেমন বদল নেই। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩৯ মিনিটে। উল্টোদিকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৪৫ মিনিটে। দিনের শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে পাওয়া যাবে রাত ৯টা ৫৫মিনিটে। তবে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত শেষ মেট্রো রাত ১০টা ১৩ মিনিটের বদলে পাওয়া যাবে ১০টা ২০ মিনিটে। 

    এটা ঘটনা, এর আগেও এরকম বিশেষ দিনগুলিতে স্পেশাল মেট্রো চালানো হয়েছে। এবারও কিন্তু তার অন্যথা হল না। 
  • Link to this news (আজকাল)