• ট্যাংরায় অভিযুক্তদের ধরতে গিয়ে আক্রান্ত বিধাননগরের পুলিশ, গাড়ি ভাঙচুর
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চুরির ঘটনায় অভিযুক্তদের ধরতে গিয়ে আক্রান্ত বিধাননগর উত্তর ও দক্ষিণ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ট্যাংরা এলাকায়। দুষ্কৃতীরা পুলিশের গাড়ি ভাঙচুরও করে। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে দু’জনকে। আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেকে একাধিক চুরির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তিনজনকে চিহ্নিত করা হয়। প্রত্যেকেই ট্যাংরা থানা এলাকার ডি সি দে রোডের বাসিন্দা। রবিবার রাতে সেখান অভিযান চালান তদন্তকারীরা। ৬৬ নম্বর ডি সি দে রোড থেকে পাকড়াও করা হয় তিনজনকে। অভিযোগ, তখনই আক্রোশে ফেটে পড়ে গোটা এলাকা। ধৃতরা কোনও চুরির ঘটনায় জড়িত নয় বলে দাবি করতে থাকেন স্থানীয় মহিলারা। বিধাননগর পুলিশের দাবি, গ্রেফতারিতে বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, ঘিরে ফেলা হয় গোটা তদন্তকারী দলকে। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। 

    স্থানীয়দের বক্তব্য, ধস্তাধস্তির মধ্যে একজন নাবালককে ধাক্কা দেন এক পুলিশকর্মী। তাতেই জনরোষ তৈরি হয়। নাবালক জখম হন। তার জেরেই বিধাননগর পুলিশের গাড়িটি ভাঙচুর চালান ক্ষিপ্ত এলাকাবাসী। কমিশনারেটের এক পদস্থ কর্তা জানিয়েছেন, লাঠি, রড, টিউবলাইট দিয়ে পুলিশের উপর হামলা চালায় ধৃতদের অনুগামীরা। তাতে ছ’জন পুলিশকর্মী জখম হন। 

    সেই আক্রোশের মধ্যে থেকেও অভিযুক্ত তিনজনকে বিধাননগর দক্ষিণ থানায় নিয়ে আসা হয়। আহত পুলিশকর্মীদের পাঠানো হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)