• ‘আপনার স্ত্রীকে পাঠিয়ে দিন’, ফি বৃদ্ধি নিয়ে প্রশ্ন করতেই বলে দিলেন স্কুলের প্রিন্সিপাল, শোরগোল মুম্বইয়ে
    এই সময় | ২৩ ডিসেম্বর ২০২৫
  • স্কুলের এত ফি? ছেলেমেয়েদের পড়াব কী করে? এমনই প্রশ্ন করেছিলেন উদ্বিগ্ন অভিভাবক। কিন্তু প্রিন্সিপালের জবাব শুনে চমকে যান তিনি। অভিভাবকের অভিযোগ, ‘প্রিন্সিপাল আমাকে বলেন, ফি দিতে না পারলে আপনার স্ত্রীকে পাঠিয়ে দিন।’ মুম্বইয়ের বোরিভলির একটি বেসরকারি স্কুলের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর।

    বেসরকারি স্কুলগুলিতে লাগামছাড়া ফি নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে আগেই। এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ অভিভাবকরা। গত কয়েক দিনে বোরিভলির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে এক মহিলা অভিভাবককে ক্ষোভের সঙ্গে বলতে শোনা যায়, ‘প্রিন্সিপাল বা কো-অর্ডিনেটর, যাই হোন না কেন, একবার শুধু গিয়ে বলুন, ম্যাডাম এত ফি বাড়ালেন কেন? সঙ্গে সঙ্গে উত্তর আসবে, আপনার স্ত্রীকে আমাদের কাছে পাঠিয়ে দিন, আপনি রোজগার করতে যান।’

    ওই ভিডিয়োতে অতিরিক্ত ফি নিয়ে প্রশ্ন তোলেন এক পুরুষ অভিভাবকও। তাঁর দাবি, ক্লাস ওয়ানে ভর্তির জন্য ২ লক্ষ ৫ হাজার টাকা চেয়েছে। তাঁর কথায়, ‘আমি বললাম, এত টাকা কোথা থেকে দেব? তখন স্কুল কর্তৃপক্ষ বললেন, গত বছর ২ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। এ বার ১০ শতাংশ বাড়ানো হয়েছে।’

    সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজ়েনরা। শালীনতা তো বটেই, এমন মন্তব্য অমানবিকতার পরিচয় বলেও মত তাঁদের। এক ইউজার লিখেছেন, ‘ভীষণ আপত্তিকর। বেসরকারি স্কুলগুলোর কী ভাবে চলছে, তার সবচেয়ে বড় উদাহরণ এটা।’ অনেকেই প্রিন্সিপালের গ্রেপ্তারির দাবিও তুলেছেন। একজন লিখেছেন, ‘প্রিন্সিপাল অসুস্থ। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। অবিলম্বে গ্রেপ্তার করা হোক।’

    ইতিমধ্যেই গোটা বিষয়টা জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে চিঠি লিখেছেন বলে জানিয়েছেন বরিভলির বিজেপি বিধায়ক সঞ্জয় উপাধ্যায়। পরে X হ্যান্ডলে তিনি লেখেন, ‘ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে মহারাষ্ট্র সরকার। স্কুলের আর্থিক অনিয়ম ও অননুমোদিত ফি বৃদ্ধির বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি।’ একই সঙ্গে ফি বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে মহারাষ্ট্রের শিক্ষা দপ্তর তদন্ত কমিটি গঠন করেছে বলেও জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)