• সপ্তাহের প্রথম দিন জগদ্দল জুটমিল বন্ধে কর্মহীন পাঁচ হাজার
    এই সময় | ২৩ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, জগদ্দল: সপ্তাহের প্রথম দিনই বন্ধ হয়ে গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলের জগদ্দল জুটমিল। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস লাগিয়ে দিয়ে জগদ্দল জুট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিলটি সোমবার বন্ধ করে দেন কর্তৃপক্ষ। পাটের অত্যধিক মূল্যবৃদ্ধি ও মজুত পাট না থাকার কারণে এই জুটমিল বন্ধ করা হয়েছে বলে দাবি মিল কর্তৃপক্ষের। এর ফলে ওই মিলের প্রায় ৫ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন।

    ব্যারাকপুর ঘোষপাড়া রোডে জগদ্দল থানার অধীনেই রয়েছে জগদ্দল জুট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মিলে প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। মূলত তিন শিফটে কাজ হতো। কিন্তু গত এক সপ্তাহ ধরে ওই মিলে দুই শিফটে কাজ করছিলেন শ্রমিকরা। শনিবারও তাঁরা কাজ করেছেন। জুটমিলে শিফট শুরুর আগে বাঁশি বাজে। কিন্তু এ দিন তা বাজেনি। প্রথম শিফটের শ্রমিকরা তবুও অন্যান্য দিনের মতো এ দিনও সকালে কাজে এসেছিলেন।

    মিলের গেট বন্ধ দেখে হতবাক হয়ে যান শ্রমিকরা। দেখা যায় গেটে ঝুলছে সাসপেনশন ওয়ার্কের নোটিস। অপ্রীতিকর ঘটনা এড়াতে মিলের গেটের বাইরে মোতায়েন করা হয়েছিল জগদ্দল থানার পুলিশ। মিল কর্তৃপক্ষের দাবি, কাঁচা পাটের মূল্যবৃদ্ধির কারণে মিল চালাতে পাট কিনতে পারছেন না তাঁরা। মিলের শ্রমিক নবীন কুমার বলেন, 'মিল বন্ধ সম্পর্কে কিছু জানানো হয়নি। কোনও শ্রমিক সংগঠনের কর্তাও আসেননি।'

  • Link to this news (এই সময়)