• ‘দেশে ফিরতে চাই’, মোদির কাছে কাতর আর্জি ইউক্রেনে যুদ্ধবন্দী গুজরাতি যুবকের, এখনও রুশ সেনায় ৫০ ভারতীয়: কেন্দ্র
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: দেশে ফিরতে চাই। দয়া করে সাহায্য করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে কাতর আর্জি ইউক্রেনে যুদ্ধবন্দী এক ভারতীয় যুবকের। জানা যাচ্ছে, সাহিল হুসেইন মাজোথি (২৩) নামে ওই যুবক গুজরাতের মোরবির বাসিন্দা। রাশিয়ার হয়ে যুদ্ধ করার অপরাধে তাঁকে বন্দী করেছে ইউক্রেন। রবিবার ভারতে সাহিলের পরিবারের হাতে এসেছে তার দুটি ভিডিয়ো। সেখানে দেশে ফেরার কাতর আর্জি জানিয়েছেন ওই যুবক। শুধু সাহিল এক নন।  আরও অন্তত ৫০ ভারতীয় এখনও রুশ সেনায় রয়েছেন। তাঁদের দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে কেন্দ্র। 

    জানা যাচ্ছে, ২০২৪ সালের ১০ জানুয়ারি স্টুডেন্ট ভিসায় সেন্ট পিটার্সবার্গে গিয়েছিলেন সাহিল। আইটিএমও বিশ্ববিদ্যালয়ে রুশ ভাষা নিয়ে কোর্স করবার কথা ছিল তার। ইংরেজি ও হিন্দির দুটি পৃথক ভিডিয়োতে সাহিল বলেছেন, ‘আমি এখন ইউক্রেনের যুদ্ধবন্দী। জানিনা, আমার জন্য কী ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমি কোনও আশার আলো দেখতে পাচ্ছি না।’ তিনি জানিয়েছেন, ভুয়ো মাদক মামলায় রুশ আদালতে তাঁর ৭ বছরের কারাদণ্ড হয়। সাজা থেকে বাঁচতে একপ্রকার বাধ্য হয়েই রুশ বাহিনীতে যোগদানের কন্ট্রাক্টে সই করেন। রাশিয়ায় যেসব ভারতীয় শিক্ষা বা চাকরির জন্য আসছেন, তাঁদেরকেও এধরনের ভুয়ো মামলা নিয়ে সতর্ক করে দিয়েছেন সাহিল। 

    সাহিলের কাতর আর্জি, ‘ভারত সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আমার অনুরোধ, দয়া করে আমায় সাহায্য করুন।’ ভিডিয়োগুলিতে ব্যবহার করা হয়েছে ‘আই ওয়ান্ট টু লিভ’ (আমি বাঁচতে চাই) লেখা লোগো। 

    অন্যদিকে, কেন্দ্র সরকার জানিয়েছে অন্তত ২০২ জন ভারতীয় নাগরিককে এখনও পর্যন্ত রুশ সেনায় নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ সাতজন। সংসদে একটি প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, ‘সরকার ইতিমধ্যেই ১১৯ জনকে মুক্ত করেছে। বাকি ৫০ জনকেও দেশে ফেরানোর জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।’ সেপ্টেম্বর মাসে নতুন করে ভারতীয়দের ‘রুশ ইউক্রেন যুদ্ধে জড়িয়ে না পড়ার’ বিষয়ে সতর্কবার্তা জারি করেছিল কেন্দ্র। 
  • Link to this news (বর্তমান)