• দিল্লির দূষণ: সরকারের সাধ্যে নেই নিয়ন্ত্রণ, মানল বিজেপি
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দূষণ মোকাবিলায় আবারও অসহায় আত্মসমর্পণ করল দিল্লির বিজেপি সরকার। সোমবার দিল্লি সরকারের পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা বললেন, দু’দিনের মধ্যে আবহাওয়ার উন্নতি হবে। আইএমডি জানিয়েছে, বুধবার থেকে আবহাওয়া ভালো হবে। আবহাওয়ার যদি উন্নতি হয়, তাহলে দিল্লির বাতাসে একিউআই’ও (এয়ার কোয়ালিটি ইনডেক্স) কমবে। পরিবেশ বিশেষজ্ঞ মহলের মতে, এর ফলে দিল্লির পরিবেশমন্ত্রী সাফ বুঝিয়ে দিলেন, দিল্লি-এনসিআরের দূষণ নিয়ন্ত্রণে অন্যতম প্রধান ভরসা আবহাওয়া। অন্য কারও কোনও হাত নেই। যদিও এদিন সিরসা ঘোষণা করেছেন, দেশের রাজধানী শহরে যেসব কলকারখানা দূষণ ছড়াচ্ছে, সেগুলিকে বিনা নোটিসে বন্ধ করে দেওয়া হবে। সোমবার থেকেই এই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। এই ব্যাপারে সোমবারই প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি (ডিপিসিসি) এবং দিল্লি পুরনিগমের (এমসিডি) ডেপুটি কমিশনারদের কাছে। জানা গিয়েছে, ডিপিসিসি ইতিমধ্যেই ৪১১টি কারখানা বন্ধের নির্দেশ দিয়েছে। সোমবারও দূষণ মোকাবিলার লক্ষ্যে জরুরি পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আধিকারিকদের বলা হয়েছে, দূষণ বিধি পালনে নজরদারি বাড়াতে হবে। চলতি সপ্তাহেই ফের এই সংক্রান্ত বৈঠক করতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী। 

    অন্যদিকে, এদিন সংবাদসংস্থাকে দেওয়া এক সাংক্ষাৎকারে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছিলেন, জ্বালানির ব্যবহারে লাগাম দিতে না পারলে এবং ধুলোবালি নিয়ন্ত্রণে (ডাস্ট ম্যানেজমেন্ট) পদক্ষেপ অধরা থাকলে দিল্লির দূষণ মোকাবিলা করা একপ্রকার অসম্ভব। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দিল্লি-এনসিআরের ২৪০টি শিল্পাঞ্চলের মধ্যে ২২৬টিতেই তাঁরা পিএনজি গ্যাস সরবরাহ নিশ্চিত করেছেন। এরই পাশাপাশি দিল্লি-এনসিআরের বিভিন্ন পুর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় রক্ষায় সবথেকে বেশি জোর দেওয়ার কথাও বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। উল্লেখ্য, সোমবারও দিল্লি-এনসিআরে দূষণ পরিস্থিতির কোনওরকম উন্নতি হয়নি। শহরের একাধিক এলাকায় একিউআই ৪০০য়ের গণ্ডি পেরিয়েছে। 
  • Link to this news (বর্তমান)