• সেভেন সিস্টার্সে চূড়ান্ত সতর্কতা
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: প্রতিবেশী বাংলাদেশে নতুন করে অস্থিরতার ঢেউ। সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু জেহাদি সংগঠন ভারতের বিরুদ্ধে বিদ্বেষের সুর চড়াচ্ছে। এই পরিস্থিতিতে অসম, ত্রিপুরা সহ সেভেন সিস্টার্স অঞ্চলে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, রাজ্য সরকার সীমান্তে কড়া নজর রাখছে। একইবার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহারও।

    বিশ্বশর্মা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নৃশংসতার শিকার হচ্ছেন। সেখানকার কিছু মৌলবাদী সংগঠন উত্তর-পূর্ব ভারত দখলের হুমকি দিচ্ছে। এধরনের মন্তব্য অত্যন্ত বিপজ্জনক।  তিনি আরও বলেছেন, অসমে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এসময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের প্রয়োজন। 

    এর আগে শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীও বাংলাদেশের পরিস্থিতির উপর আরও বেশি করে নজর রাখার কথা বলেছিলেন। তিনি বলেন, সমাজমাধ্যমকে ব্যবহার করে হিংসা ছড়ানোর অভিসন্ধি রুখতে পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেনার উচ্চপদস্থ আধিকারিকরা সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। 
  • Link to this news (বর্তমান)