কংগ্রেসের নির্বাচনি-প্রস্তুতি শুরু, গঠিত ইস্তাহার কমিটি
বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে ভোটের প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস হাইকমান্ড। সোমবার গড়া হল ৩২ সদস্যের নির্বাচনী ইস্তাহার কমিটি। চেয়ারম্যান প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। একইভাবে দলে যাতে শৃঙ্খলার অভাব না হয়, তার জন্যও গঠন করা হল নতুন ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি। যার সভাপতি করা হল প্রবীণ প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায়কে। ইস্তাহার কমিটিতে বিশেষ আমন্ত্রিত হিসেবে রাখা হয়েছে অধীররঞ্জন চৌধুরী, দীপা দাশমুন্সি, আবদুল মান্নান, ঈশা খান চৌধুরী সহ ১৫ জনকে। রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী করা হল শ্রাবন্তী সিংকে। বাংলার পরিস্থিতি এবং কংগ্রেস প্রার্থীকে ভোট জেতালে কী কী প্রতিশ্রুতি পালন করা হবে, তা নিয়েই ইস্তাহার তৈরি করতে নির্দেশ দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
অন্যদিকে, গত এক বছরে ফের রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সরব হল কংগ্রেস। এদিন এক সাংবাদিক সম্মেলনে কটাক্ষের সুরে এআইসিসি মুখপাত্র অজয় কুমার বলেন, মোদি সরকার সাধারণ মানুষকে বাঁদর নাচের খেলায় মজিয়ে রেখে পিছন থেকে পকেট কাটছে। হিন্দু-মুসলিম, মন্দির-মসজিদ ইত্যাদি অপ্রয়োজনীয় বিষয়ে ব্যস্ত রাখছে। সিনিয়র সিটিজেনদের ছাড় তুলে দিয়ে মোদি সরকার প্রবীণ নাগরিকদের পকেট থেকে ৮ হাজার ৬০০ কোটি টাকা কার্যত লুট করেছে বলেও তোপ দাগেন অজয় কুমার। বলেন, ২০১৪ সালে ইউপিএ সরকারের সময়ে প্রতি কিলোমিটারে রেলভাড়া ছিল ৩২ পয়সা। আর মোদি সরকার গত ১০ বছরে বাড়িয়ে করেছে ৬৬ পয়সা। রেল ভাড়া ১০৭ শতাংশ বেড়েছে। বলেন, মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ৭১২টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে।