লখনউ: ‘বিদেশে পড়াশোনা করতে গেলে অবশ্যই যান। তবে এটা বলবেন না যে দেশে পরিকাঠামো নেই। পারলে আমাদের দেশের সম্পদ ও প্রতিষ্ঠানের যথাযথ ব্যবহার করুন। এখানে কিছু নেই — বার বার একথা না বলে যা আছে তার সঠিক ব্যবহার করুন।’ সোমবার লখনউয়ে কিং জর্জ’স মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। দেশের ডাক্তারি শিক্ষার বিষয়ে ওই মঞ্চ থেকে ভূয়সী প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলেই দেশে ডাক্তারি শিক্ষার অনেক উন্নতি হয়েছে। বর্তমানে গোটা দেশের এইমসের সংখ্যা ২৩টি। কাজেই যে পরিষেবা দেশে রয়েছে, তার সঠিক ব্যবহার না করে বিদেশে গিয়ে এখানকার সমালোচনা করা কখনওই ঠিক নয়। এইমসের কথা উল্লেখ করে ডাক্তারি পড়ুয়াদের উদ্দেশে বার্তা দেন নাড্ডা। বলেন, ‘এখানেও বহু প্রতিষ্ঠান রয়েছে, পরিষেবা ও পরিকাঠামোও রয়েছে। সেগুলির যথার্থ ব্যবহার করুন।’