ওড়িশায় এয়ারস্ট্রিপে বসে পরীক্ষা ৮ হাজার কর্মপ্রার্থীর
বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
সম্বলপুর: রানওয়েতে বসে খোলা আকাশের নীচে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা। চুক্তিভিত্তিক হোমগার্ডের পরীক্ষা। ওড়িশার সম্বলপুরে এই দৃশ্য সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র ১৮৭টি পদের জন্য আবেদন জমা দিয়েছিলেন ৮ হাজারেরও বেশি পরীক্ষার্থী। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে বসানোর জন্য নির্দিষ্ট জায়গা পাওয়া যায়নি। সে কারণে একটি রানওয়েতে পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয়েছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই এয়ারস্ট্রিপটি দীর্ঘদিন ব্যবহার হয় না। সে কারণে ওই জায়গাটিই অস্থায়ী পরীক্ষাকেন্দ্র হয়ে উঠেছিল। মাটিতে বসে পরীক্ষা দেওয়ার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়তেই তোলপাড় ওড়িশার রাজ্য রাজনীতি। জানা গিয়েছে, পরীক্ষার অনেক প্রার্থীই এমবিএ, এমসিএ ডিগ্রিধারী। অথচ হোম গার্ড পদে দৈনিক পারিশ্রমিক মাত্র ৬৩৯ টাকা।
গত ১৬ ডিসেম্বর এই পরীক্ষা আয়োজন করা হয়েছিল। প্রার্থীদের সকাল ছ’টা নাগাদ সেন্টারে যেতে হয়। প্রশ্নপত্র দেওয়া হয় ৯টায়। এক ঘণ্টার পরীক্ষায় ছিল ২০ নম্বরের অনুচ্ছেদ রচনা ও ৩০ নম্বরের সাধারণ জ্ঞান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি ড্রোনের সাহায্যে চলে নজরদারি। এই ঘটনায় বিজেপি শাসিত ওড়িশা সরকারের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। তারা বলেছে, ‘ডিগ্রি থাকলেও চাকরি নেই— ডাবল ইঞ্জিন রাজ্যে এটাই বাস্তব চিত্র।’ যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া দেয়নি শাসক বিজেপি।-ছবি সমাজমাধ্যম।