• যান্ত্রিক ত্রুটি, মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান ফিরল দিল্লিতে
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ফের যান্ত্রিক ত্রুটি। উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই দিল্লির ইন্দিরা গান্ধী আর্ন্তজাতিক বিমানবন্দরে ফিরে এল মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান। আধিকারিকরা জানিয়েছেন, বিমানটির ইঞ্জিনে থাকা জ্বালানির চাপ কমে গিয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেটিকে রাজধানীতে ফেরানো হয়। যাত্রী ও ক্রুরা সুরক্ষিত রয়েছেন। 

    অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘উড়ান শুরুর পরেই বিমানের দ্বিতীয় ইঞ্জিনে (পাইলটের ডানদিকের) অয়েল প্রেশার শূন্যে নেমে গিয়েছিল।’ প্রোটোকল মেনে ওই ইঞ্জিনটি বন্ধ করে দিল্লিতে ফিরে আসে বিমানটি। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও যান্ত্রিক ত্রুটির কথা বিবৃতি দিয়ে বলা হয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, বিমান সংস্থার পক্ষ থেকে যাত্রীদের যাবতীয় সাহায্য করা হয়েছে। তাঁদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়। 

    অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানটির ইঞ্জিনের ত্রুটি খতিয়ে দেখে  সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উড়ানের পর কী কারণে এই যান্ত্রিক ত্রুটি দেখা গেল, তা খতিয়ে দেখবে এয়ার ইন্ডিয়ার পার্মানেন্ট ইনভেস্টিগেশন বোর্ড। গোটা তদন্ত প্রক্রিয়ার উপর নজর রাখবে ডিজিসিএ-র ডিরেক্টর অব এয়ার সেফটি (উত্তরাঞ্চল)। 
  • Link to this news (বর্তমান)