• রাহুল-সোনিয়াকে কোর্টের নোটিশ
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় নয়া মোড়। এবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মামলার অন্যান্য অভিযুক্তদের নোটিশ পাঠাল দিল্লি হাইকোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর করা একটি আবেদনের প্রেক্ষিতে এই নোটিশ জারি করা হয়েছে। বিচারপতি রবীন্দ্র দুদেজা অভিযুক্তদের লিখিত জবাব দিতে বলেছেন।  ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থপাচার সংক্রান্ত অভিযোগে ইডির চার্জশিট ফিরিয়ে দিয়েছিল ট্রায়াল কোর্ট। সেই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি।

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই মামলায় ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের মাধ্যমে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের সম্পত্তি বেআইনিভাবে দখলের অভিযোগ রয়েছে। বিষয়টি অর্থপাচার প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর আওতায় পড়ে। এ প্রসঙ্গে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, সব পক্ষের বক্তব্য শোনার পরই ইডির আবেদন গ্রহণযোগ্য কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মামলার পরবর্তী শুনানি ২০২৬ সালের ১২ মার্চ। 
  • Link to this news (বর্তমান)