২৪ ঘণ্টা পরও হদিশ নেই নিখোঁজের, আজ গঙ্গায় নামবে ডুবুরি, চারবছর পর জলডুবির ঘটনা গুপ্তিপাড়ায়
বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গুপ্তিপাড়ায় গঙ্গায় ডুবে নিখোঁজ এক ব্যক্তি। রবিবার রাতে প্রতিমা বিসর্জনের সময় ফেরিঘাটে ঘটনাটি ঘটে। সোমবার রাত পর্যন্ত সন্ধান মেলেনি। প্রায় চারবছর পর জলে ডোবার ঘটনা ঘটল গুপ্তিপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বত্রিশ বছর বয়সের নিখোঁজের নাম দীপ বর্মণ। তিনি গুপ্তিপাড়ার সুলতানপুরের বাসিন্দা। কেরলে কাজ করতেন। সম্প্রতি গ্রামে ফিরেছেন। বর্তমানে গুপ্তিপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুল ব্যবসায়ী অনিল পালের দোকানে কর্মরত। অনিলবাবুর বাড়িতেই কালীপুজো ছিল। রবিবার রাতে প্রতিমা ভাসান দিতে ফেরিঘাটে গিয়েছিলেন দীপবাবু। বিসর্জন চলাকালীন হঠাৎ জলে পড়ে যান। উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন অনিলবাবু। সদ্য তাঁর বাইপাস সার্জারি হয়েছে। তবুও জলে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু স্রোতের টানে দীপ দ্রুত তলিয়ে যান। অন্যান্য ভাসানযাত্রীরা জলে নেমে অনিলবাবুকে উদ্ধার করেন। এই পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ বলেন, ‘রাতেই খোঁজাখুঁজি শুরু হয়েছিল। সোমবার সকালে স্পিডবোট নামিয়ে তল্লাশি হয়। শীতে গঙ্গার জলে কামটের ভয় থাকে। তাই ডুবুরি নামাতে সমস্যা হয়েছিল। সোমবার রাত পর্যন্ত উদ্ধার করা যায়নি। সতর্কতা নেওয়ায় গুপ্তিপাড়ার ঘাটে জলে ডোবার ঘটনা রুখে দেওয়া গিয়েছিল।’ অনিলবাবু বলেন, ‘তরতাজা, প্রাণবন্ত ছেলে। আমি চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য কিছুই করতে পারিনি।’ বলাগড় প্রশাসন জানিয়েছে, বিপর্যয় মোকাবিলা দপ্তরের দল নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আজ, মঙ্গলবার শান্তিপুরের গবার চর থেকে ডুবুরির দল নামানো হবে। নিজস্ব চিত্র