• বড়দিনে বাড়তি মেট্রো
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষশেষের উৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শহরে। বৃহস্পতিবার বড়দিন উপলক্ষ্যে আনন্দে মাতবে গোটা শহর। সেই উপলক্ষ্যে রাতে মহানগরীর বিভিন্ন জায়গা জমজমাট থাকবে। বড়দিনের রাতে উৎসবে সামিল হওয়া মানুষদের বাড়ি ফেরার সুবিধায় স্পেশাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে দিনের শেষ মেট্রো পরিষেবার সময়সীমা বেশ কিছুটা বাড়বে। ওইদিন দিনের শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে ছাড়বে যথাক্রমে রাত সাড়ে ১০টা ও রাত ১০টা ২৩ মিনিটে। দুপুর দু’টো ৪০ মিনিট থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ব্লু-লাইনে সাত মিনিট অন্তর মেট্রো পাবেন যাত্রীরা। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পথে বৃহস্পতিবার বিকেল চারটে ২৫ মিনিট থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ছয় মিনিট অন্তর পরিষেবা মিলবে।
  • Link to this news (বর্তমান)