• অনুষ্ঠানে যাওয়ার আগে মৃত্যু কর্মীর, হিঙ্গলগঞ্জে প্রতিবাদ সভায় তৃণমূলে যোগদান, বিজেপিকে তোপ নেতৃত্বের
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: কয়েকদিন আগে বসিরহাটের হিঙ্গলগঞ্জে সভা করেছিল বিজেপি। তারই পালটা হিসেবে সোমবার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জের বিশপুর অঞ্চলে জনসভা করা হল। উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি বুরাহনুল মুকাদ্দিম, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসি সভাপতি এটিএম আব্দুল্লা, বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এদিন এই কর্মসূচিতে বিজেপি ছেড়ে শতাধিক কর্মী তৃণমূলে যোগ দেন বলেই দাবি জোড়াফুল শিবিরের। সভায় তৃণমূল নেতৃত্ব ছাব্বিশের নির্বাচনে সাংগঠনিক জেলার ৭টি বিধানসভায় দলীয় প্রার্থীকে জেতানোর  শপথ নেন। পাশাপাশি এসআইআর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন নেতৃত্ব। এনিয়ে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বুরহানুল মুকাদ্দিম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন দেখেই মানুষ ভোট দেবে তৃণমূলকে। বিজেপি নেতারা কেবল মিথ্যা গুজব ছড়ায়। তার প্রতিবাদে এই সভা দেখে বিজেপি লুকোনোর জায়গা পাবে না। এর ফল ভোট বাক্সে পাবে ওরা।

    এদিকে হিঙ্গলগঞ্জে তৃণমূলের জনসভা যোগ দিতে যাওয়ার আগে জলে ডুবে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মৃতের নাম ইন্দ্রজিৎ মণ্ডল (৩০)। বাড়ি হাসনাবাদের খাঁ পুকুরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে টোটোতে করে দলীয় কর্মসূচিতে যাওয়ার কথা ছিল ইন্দ্রজিতের। সেই মতো দুপুরে খাওয়া-দাওয়া করেন তিনি। পরে বাড়ির পাশের পুকুর থেকে তাঁর দেহ ভাসতে দেখা যায়। মৃতের বাবা জ্যোতিষ  মণ্ডল বলেন, আমাদের চোখ এড়িয়ে বাইরে গিয়েছিল। যে পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে সেটা খুবই গভীর। কিন্তু দলের সভা যোগ দিতে যাওয়ার আগে তাড়াতাড়ি করতে গিয়েই সরু রাস্তার পাশে পুকুরে পড়ে যাওয়ায় একমাত্র ছেলেকে হারালাম।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)