• সরকারি ত্রিপল দিয়ে বানানো ছাউনিতে মাটি কারবার মাফিয়াদের, গ্রেফতার ৪
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: চাষের জমি থেকে রাতের অন্ধকারে মাটি কেটে পাচার চলছিল দীর্ঘদিন। মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ট হয়ে রবিবার গভীর রাতে মাটিবোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। উত্তেজনা তৈরি হয় দেগঙ্গার কুমারপুর গ্রামে। দেগঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পাশাপাশি চারটি মাটিবোঝাই ডাম্পার, একটি ট্রাক্টর সহ চারজনকে গ্রেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ। ধৃতদের সোমবার বারাসত আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বিপর্যয় মোকাবিলা দপ্তরের ত্রিপল দিয়ে অস্থায়ী ছাউনি করেই এই কারবার চালাচ্ছিল মাফিয়ারা। কীভাবে সরকারি ত্রিপল মাফিয়াদের কাছে এল তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল মদের বোতল থেকে নেশার সামগ্রী। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার সোহাই-শ্বেতপুর পঞ্চায়েতের কুমারপুর গ্রামের মূল পাকা রাস্তা থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে রয়েছে বিঘার পর বিঘা জমি। জমিগুলি তিন ফসলি। সবে ধান কাটা হয়েছে। স্থানীয় চাষিদের কাছ থেকে বেশ কিছু জমি লিজ নিয়েছিল মাটি মাফিয়ারা। অভিযোগ, লিজ নেওয়ার পরেই তিন ফসলি জমি থেকে অবাধে মাটি কেটে পাচার করছে মাফিয়ারা। রাতে জেসিবি মেশিন লাগিয়ে মাটি কেটে ডাম্পার ভর্তি করা হচ্ছে। সেই ডাম্পার অন্যান্য চাষিদের জমির উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয়, রাজ্য সরকারের ত্রাণের ত্রিপল খাটিয়ে মাটি কাটার কর্মীরা সেখানে থাকছেন। রাতে সেখানে বসছে মদের আসরও। মাফিয়াদের দৌরাত্ম্যে একদিকে যেমন জমি নষ্ট হচ্ছে, তেমনি মাটিবোঝাই ডাম্পারের যাতায়াতের ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে অন্যান্য চাষিরাও। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে দেগঙ্গা থানার দূরত্ব বেশি নয়। অথচ, সব জেনেও ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রতিবাদ করলে মাটি মাফিয়াদের হুমকির মুখে পড়তে হয়। রবিবার রাতে মাটিবোঝাই চারটি ডাম্পার আটকে রেখে প্রতিবাদে সরব হন স্থানীয়রা। 

    ঘটনাস্থলে এসে চারটি ডাম্পার, একটি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পাশাপাশি চারজন চালককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় চাষি শেখ হাকিম বলেন, জমি থেকে অবাধে মাটি কেটে পাচার করছে মাফিয়ারা। এগুলি যাচ্ছে ইটভাটায়। এর ফলে পাশের জমির ফসল ক্ষতি হচ্ছে। পুলিশ জেনে চুপ। এদিকে হারান দাস নামে আরেক চাষি বলেন, এটা একটা সিন্ডিকেট। এর আমরা বিহিত চাই। পুলিশ সব কিছু জেনেও চুপ ছিল অদৃশ্য কারণে। পঞ্চায়েতের আইএসএফ সদস্য জাহাঙ্গির আলম বলেন, এটা বহুদিন ধরে চলছে। সরকারি বিপর্যয় মোকাবিলা দপ্তরের ত্রিপল টাঙিয়ে মাফিয়ারা মাটি চুরি করছে। প্রতিবাদ করলে হুমকি আসছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। কীভাবে সরকারি ত্রিপল এভাবে ব্যবহার করা হল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)