• বিজেপিতে যেতে ইচ্ছুক তৃণমূল কাউন্সিলার, বাড়িতে অর্জুন সিং
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: একদা জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়াসঙ্গী ছিলেন উত্তর বারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শ্রাবণী কাশ্যপীর স্বামী মৃন্ময় কাশ্যপী। এবার জার্সি বদল করতে চলেছেন কাশ্যপী দম্পতি। রবিবার মৃন্ময় কাশ্যপীর বাড়িতে আসেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। দু’জনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। জানা গিয়েছে, অর্জুন সিংয়ের কাছে তাঁরা বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন।

    সম্প্রতি তাঁরা তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন। অর্জুন সিংয়ের সঙ্গে সাক্ষাতের পর তৃণমূল কাউন্সিলার শ্রাবণী কাশ্যপী বলেন, তাঁরা ঠিক করে ফেলেছেন যে, বিজেপিতে যোগ দেবেন। কারণ, তৃণমূলে থেকে তাঁদের অপমানিত ও অবহেলিত হতে হচ্ছে। মৃন্ময় বলেন, আমাদের উপর যে অত্যাচার হচ্ছে, তাতে বাধ্য হয়েই তৃণমূল ছেড়ে দিতে হচ্ছে। এদিকে, নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু বলেন, শ্রাবণীকে বোঝানো হয়েছে, যাতে ও দলে থাকে। তাঁর বক্তব্য, হয়তো ওরা কোনও প্রলোভনে পা দিয়েছে। তবে দল ছাড়লে ওরা খুব ভুল করবে।
  • Link to this news (বর্তমান)