বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের পশ্চিম কার্বি আংলং জেলার দোনকামুকাম এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। জখম এক জওয়ান ও তিন বিক্ষোভকারী। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পুলিশ শূন্যে গুলি চালাতে বাধ্য হয়। সূত্রের খবর, এলাকায় উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে গত কয়েকদিন ধরেই স্থানীয়রা অবস্থান বিক্ষোভ করছেন। রবিবার পুলিস সাতজন বিক্ষোভকারীকে আটক করে। রবিবার আটক বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়ার দাবিতে এক মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেখান থেকেই হিংসা ছড়িয়ে পড়ে। সোমবার হাজার হাজার বিক্ষোভকারী খেরোনি থেকে দোনকামুকামের দিকে আসতেই পুলিশ তাদের আটকে দেয়। দু’পক্ষের সংঘর্ষে তিন বিক্ষোভকারী ও এক নিরাপত্তা কর্মী আহত হন। কার্বি আংলংয়ে সোমবার সন্ধ্যা পাঁচটা থেকে মঙ্গলবার ভোর ছ’টা পর্যন্ত কার্ফু জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, আমরণ অনশনে বসা কিছু বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়ায় তাঁদের গুয়াহাটি মেডিকেল কলেজে আনা হয়েছিল। তাঁদের গ্রেপ্তারের খবর গুজব। জ্বলছে বাড়ি।-নিজস্ব চিত্র