প্রমাণের অভাবে দু’টি পৃথক মামলা থেকে খালাস ২ যুবক, বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ
বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি,কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের দু’টি পৃথক মামলায় অভিযুক্ত দুই যুবককে বেকসুর খালাস দিল আদালত। সোমবার কলকাতার বিচারভবন ওই আদেশ দেয়। আদালত সূত্রে জানা গিয়েছে, দু’টির মধ্যে একটি হেয়ার স্ট্রিট, অন্যটি তালতলা থানা এলাকার মামলা।
হেয়ার স্ট্রিটের মামলাটি দায়ের হয় ২০১৫ সালে। অভিযোগকারিণী ও অভিযুক্ত– দু’জনেই একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। অভিযোগ ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত যুবক ও যুবতীকে শহরের বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। সেই মামলায় এদিন কলকাতার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (প্রথম ফাস্ট ট্র্যাক কোর্ট) কৌস্তভ মুখোপাধ্যায় জামিনে থাকা অভিযুক্তকে মামলা থেকে খালাস দেন। অন্যদিকে, ২০১৬ সালে তালতলা থানা এলাকায় দায়ের করা মামলায় অভিযোগ,অভিযোগকারিণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবক ধর্ষণ করেন। কিন্তু বিয়ের দিনে যুবকটি বাড়ি থেকে চম্পট দেন। পরে মহিলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুবককে পাকড়াও করে তালতলা থানার পুলিশ। সেই মামলায় এদিন বিচারভবনের বিশেষ আদালত জামিনে থাকা অভিযুক্ত যুবককে প্রমাণের অভাবে ‘খালাস’ দেয়। ধৃতদের কৌঁসুলিদের বক্তব্য, আমাদের মক্কেলদের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল, কোর্টের রায়েই তা প্রমাণিত হল।