• পদ্মের পরিবর্তন যাত্রায় তৃণমূলের বিক্ষোভ, ধুন্ধুমার বরানগরে
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: বিজেপির পরিবর্তন যাত্রার সভা ঘিরে সোমবার সন্ধ্যায় বরানগরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য চলার সময় স্থানীয় তৃণমূল কাউন্সিলারের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। দুই পক্ষের স্লোগান ও পালটা স্লোগানে তীব্র উত্তেজনা ছড়ায়। বরানগর থানার পুলিশ দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বিজেপির অভিযোগ, হারের ভয়ে সভা ভণ্ডুল করেছে তৃণমূল। শাসক দলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা ও অপপ্রচার শুনে পাড়ার মহিলারা প্রতিবাদ জানিয়েছে। দুই পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।

    এদিন সন্ধ্যায় বরানগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের মতিলাল মল্লিক লেনে বিজেপির পরিবর্তন যাত্রার সভা আয়োজন করা হয়েছিল। সেই সভায় সজল ঘোষ ছাড়াও বরানগরের বিজেপি নেতৃত্ব হাজির ছিলেন। সভা শুরুর কিছু সময়ের মধ্যে স্থানীয় কাউন্সিলার সঞ্চিতা দে’র নেতৃত্বে স্থানীয় মহিলারা বিক্ষোভ শুরু করেন। তাঁরা সভাস্থলের পাশে পৌঁছে হইচই শুরু করেন। সজল ঘোষের বক্তব্য চলার সময় পালটা জয় বাংলা স্লোগান দেওয়া শুরু হয়। এমনকি হ্যান্ড মাইক এনে স্লোগান দেওয়া হয়। পালটা বিজেপিও স্লোগান দিতে শুরু করে। সজলবাবুর সঙ্গে কাউন্সিলারের তীব্র বাদানুবাদ শুরু হয়। 

    পরে পুলিশ দুই পক্ষকে ঠেলে কিছুটা সরিয়ে দেয়। কিন্তু তৃণমূল কর্মীরা একটানা স্লোগান চালিয়ে যান। এরজেরে পরিবর্তন যাত্রা কার্যত ভেস্তে যায়। সজলবাবু বলেন, তৃণমূল তাদের অন্তর্জলি যাত্রার ছবিটা চোখের সামনে শয়নে, স্বপনে, জাগরণে দেখতে পাচ্ছে। সেই আতঙ্ক থেকে খোদ কাউন্সিলার দলবল এনে সভা ভণ্ডুলের চেষ্টা করেছে। কাউন্সিলার বলছেন, আমরা ২৪ ঘণ্টা মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করি। তাহলে এত ভয় কিসের? কেন সভা বন্ধ করতে নিজেকে রাস্তায় নামতে হচ্ছে? কার নির্দেশে করছেন? তবে নিশ্চিত থাকুন বরানগরবাসী এবার আপনাদের গঙ্গায় ছুড়ে ফেলবে।   কাউন্সিলার সঞ্চিতা দে বলেন, বহিরাগতদের এনে শান্ত পাড়ার মধ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছিলেন সজলবাবু। বিধায়ক ও দলনেত্রীকে অকথ্য ভাষায় কুৎসা করছিলেন। তখন পাড়ার মহিলারা বেরিয়ে প্রতিবাদ করেছেন। খবর পেয়ে আমিও গিয়েছি।   নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)