নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইউপিআই পেমেন্টের জাল মেসেজ পাঠিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করলেন লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা। ধৃতের নাম বিশাল চোপড়া (২৭)। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। ঘটনার সূত্রপাত চলতি বছরের নভেম্বর মাসের শেষ দিকে। প্রাথমিক তদন্তে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন, হেস্টিংসের বাসিন্দা বিশাল পোস্তার এক জুয়েলারি শপে গিয়ে ৫০০ গ্রাম ওজনের মোট ৫টি রুপোর কয়েন কেনে। এরপর দাম বাবদ সাড়ে ৮০ হাজার টাকা ইউপিআইয়ের মাধ্যমে মেটাতে চায়। দোকানির মোবাইলে পেমেন্টের মেসেজ যথারীতি ঢোকে। ফলে দোকানের কর্মীদের বিন্দুমাত্র সন্দেহ হয়নি।
কিন্তু ক্রেতা রুপোর কয়েন নিয়ে চলে যাওয়ার পর, পরদিন ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দোকানের কর্মীরা দেখেন, আদৌও টাকা ঢোকেনি। তাঁরা প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই স্থানীয় পোস্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করে জুয়েলারি শপ কর্তৃপক্ষ। যার ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরে এই মামলার তদন্তভার স্থানীয় পোস্তা থানার হাত থেকে লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়। এদিকে, তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ এবং সোর্সের দেওয়া সূত্র ধরে গোয়েন্দারা অভিযুক্ত বিশাল চোপড়াকে চিহ্নিত করেন। তারপরই হেস্টিংসের বাড়ি থেকে ওয়াচ শাখার গোয়েন্দারা আটক করে তাকে। ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা খোয়া যাওয়া ৫টি রুপোর কয়েন বাজেয়াপ্ত করেছেন। ধৃতকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে তোলার কথা রয়েছে।