• তরুণী ও বধূদের ক্যামেরা যুক্ত মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা, নির্দেশ জারি রাজস্থানে
    এই সময় | ২৩ ডিসেম্বর ২০২৫
  • এখন হাতের মুঠোয় পৃথিবী। মোবাইল ফোনের একটি ক্লিকেই বিশ্বের যাবতীয় তথ্য পাওয়া যায়। সেই সময়েই মোবাইল ফোন ব্যবহার নিয়ে নিষেধাজ্ঞা জারি করল রাজস্থানের গাজীপুরের চৌধুরী সম্প্রদায়।

    গ্রামের সভায় আলোচনার পরে মোবাইল ব্যবহার নিয়ে এই নিষেধাজ্ঞা জারি করেছে রাজস্থানের জালোর জেলার গাজীপুরের চৌধুরী সম্প্রদায়। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, ক্যামেরা যুক্ত মোবাইল ব্যবহার করতে পারবেন না তরুণী ও পুত্রবধূরা। এমন কী কোনও অনুষ্ঠানে বা প্রতিবেশীদের বাড়িতে গেলেও মোবাইল নিয়ে যাওয়া যাবে না। আগামী বছরের প্রজাতন্ত্র দিবস থেকেই কার্যকর হবে এই নির্দেশ। এই নির্দেশ জারি করা হয়েছে সেখানকার ১৫টি গ্রামের তরুণী ও পুত্রবধূদের জন্য।

    জানা গিয়েছে, রবিবার গাজীপুর গ্রামে একটি সভা হয় চৌধুরী সম্প্রদায়ের। সেখানে সভাপতিত্ব করেন ১৪টি মহকুমা(পট্টি)-র সভাপতি সুজনরাম চৌধুরী। সভার পরে তিনিই এই নির্দেশ জারি করেন। সেখানেই জানিয়ে দেওয়া হয়, আগামী ২৬ জানুয়ারি থেকে সেখানকার ১৫টি গ্রামের তরুণী এবং গৃহ বধূরা ক্যামেরা যুক্ত মোবাইল ব্যবহার করতে পারবেন না। তবে ক্যামেরা যুক্ত মোবাইলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলেও কি-প্যাড যুক্ত মোবাইল ব্যবহার করতে পারবেন তাঁরা। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও দাবি তাঁর।

    কী কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন সুজনরাম চৌধুরী। তিনি জানান, নিজেদের মধ্যে আলোচনা করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরেই এই ঘোষণা করা হয়েছে ‘পঞ্চ হিম্মতারম’ (পাঁচ সদস্য)—র তরফ থেকে। তাঁর দাবি, অনেক মহিলাই বাড়ির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য শিশুদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন। ফলে শিশুরাও বাড়ির মহিলাদের মোবাইল ব্যবহার করছে। এর ফলে প্রভাব পড়ছে তাদের চোখের উপরে। তা ঠেকানোর জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে।

    এই সঙ্গে ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পড়ুয়ারা ঘরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। কারণ পড়ার সময়ে অনেক তথ্য জানার জন্য মোবাইল ফোনের প্রয়োজন হয়। তবে তবে বিয়ে,সামাজিক অনুষ্ঠানে বা প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার সময়ে মোবাইল নিয়ে যাওয়া যাবে না।

    যদিও এই নির্দেশ এবং নিষেধাজ্ঞা জারি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। তবে এর পরেও ওই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে নারাজ চৌধুরী সম্প্রদায়।

  • Link to this news (এই সময়)