• আরজি কর মেডিক্যাল কলেজ হস্টেলে র‍্যাগিং, সামশেরগঞ্জে জোড়া খুনের মামলায় সাজা ঘোষণা, দিনভর আর কী খবরে নজর?
    এই সময় | ২৩ ডিসেম্বর ২০২৫
  • এ বার আরজি কর মেডিক্যাল কলেজের হস্টেলেই উঠল র‍্যাগিংয়ের অভিযোগ। মানিকতলা এলাকার প্রথম বর্ষের ছাত্রদের হস্টেলে এমন ঘটনা ঘটেছে বলে দাবি আরজি করেরই দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার। অভিযোগ, প্রতিবাদ করায় আক্রান্ত হয়েছেন তিনি এবং তাঁর আরও এক সহপাঠী। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে উল্টোডাঙা থানায়। মঙ্গলবার কর্তৃপক্ষের পদক্ষেপের দিকে থাকবে নজর।

    মুর্শিদাবাদের সামশেরগঞ্জে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় সোমবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর মহকুমা আদালত। চলতি বছরে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় উত্তাল হয় মুর্শিদাবাদ। সেই আবহে গত ১২ এপ্রিল খুন হন জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাস। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে। অভিযোগ উঠেছিল, তাঁদের কুপিয়ে খুন করা হয়। আজ, মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করার কথা আদালতের।

    সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় অভিযুক্ত রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মনের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। ৭২ ঘণ্টার মধ্যে BDO প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

    নদিয়ার রানাঘাটের হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় সোমবার ৯ জনকে দোষী সাব্যস্ত করে রানাঘাট মহকুমা আদালত। ২০২২ সালে হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে নাবালিকাকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়েছিল রাজ্য। আজ, এই মামলায় দোষীদের শাস্তি ঘোষণা করবেন বিচারক।

    বিশাখাপত্তনমে T-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মহিলা দল। প্রথম ম্যাচে জিতে সিরিজ ১-০য় এগিয়ে আছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হচ্ছে ম্যাচ।

  • Link to this news (এই সময়)