নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়দিনে শহরের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্জা কেটে গিয়ে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও নামবে। যদিও আজ মঙ্গলবার শহরের তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে থাকবে ২৩ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বড়দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে ফের পারদ পতন শুরু হবে।আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী এক সপ্তাহ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতেই । তবে সকালের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে।দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কুয়াশার সতর্কবার্তা রয়েছে। কলকাতাতেও কুয়াশা থাকবে।বেলা বাড়তেই ধীরে ধীরে আকাশ পরিস্কার হবে, কুয়াশা কাটবে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ঠান্ডার একই ছবি ধরা পড়বে।উত্তরে পার্বত্য এলাকায় ৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাপমাত্রা থাকবে।পশ্চিমের জেলাগুলিতেও কনকনে শীতের আমেজ বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।