পৌষের শীতে জবুথবু তিলোত্তমা, বড়দিনে এক ধাক্কায় ৩ ডিগ্রি নামবে পারদ!
প্রতিদিন | ২৩ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৌষের শীতে জবুথবু দশা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার বাসিন্দাদের। খাস কলকাতাতেও রীতিমতো দাপট দেখাচ্ছে শীত। তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৫ ডিগ্রির আশেপাশে। সকলের মনেই প্রশ্ন, এই শীত দীর্ঘস্থায়ী হবে নাকি আচমকা উধাও হয়ে যাবে? শীতপ্রেমীদের জন্য সুখবর দিল হাওয়া অফিস, বড়দিনে একধাক্কায় ৩ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলার তাপমাত্রা থাকবে ৯ ডিগ্রির নিচে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]