• পরিবারই ‘প্রজাপতি ২’-এর শিকড়
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
  • ‘না... না...আমার বাড়ি বর্ধমান। কলকাতায় নয়’— এই সংলাপটি বলতে কোনও অভিনয় করতে হয়নি, বর্ধমানের ভূমিকন্যা জ্যোতির্ময়ী কুণ্ডুকে। ঝুলিতে একটি মাত্র সিরিয়াল, ‘বঁধুয়া’। সেই ধারাবাহিকের ‘পেখম’ এবার অভিজিৎ সেনের চতুর্থ ছবি ‘প্রজাপতি ২’-এর মধুমন্তী সেন। দেব-এর নতুন নায়িকা। সঙ্গে মিঠুন চক্রবর্তী। দু’দিন বাদে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। এখনও ঘোর কাটেনি তাঁর। ‘প্রথম যখন শুনি আমাকে দেব-এর সঙ্গে অভিনয় করতে হবে, আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। ছোটবেলা থেকে ছবি দেখেছি। আমার স্বপ্নের হিরো। তাই ‘অ্যাকশন’ বলার পর নিজেকে পুরোপুরি ব্ল্যাঙ্ক রেখে ওঁর চরিত্রর সঙ্গে অভিনয় করতাম। ‘কাট’ বলার পর অনুভব করতাম উনি দেব। আমি দাঁড়িয়ে আছি লন্ডনে’, উপচে পড়া উচ্ছ্বাস জ্যোতির্ময়ীর গলায়। অথচ তাঁর অভিনীত চরিত্র মধু শান্ত, নরম প্রকৃতির মেয়ে। বাড়ি বর্ধমানে। শেফ। ডেজার্ট স্পেশালিস্ট। কাজের সূত্রে মা, ভাইকে ছেড়ে লন্ডনে থাকে। ‘চিত্রনাট্যে এই বর্ধমান যোগ আমায় যেন অক্সিজেন জুটিয়েছে। লন্ডনে দাঁড়িয়ে যখন বলছি, আমার বাড়ি বর্ধমান। তখন ‘মধুমন্তী’ জ্যোতির্ময়ী সব এক হয়ে গিয়েছিল।’ সারল্য ঝরে পড়ে অভিনেত্রীর গলায়।

    ‘এটা কিন্তু ‘প্রজাপতি’র সিক্যুয়েল নয়। প্রজাপতি নামটা মুখ্য হলেও গল্পটা সম্পূর্ণ আলাদা। দুটো চরিত্র শুধু কনস্ট্যান্ট। জয় ও গৌর’, মনে করিয়ে দিলেন অভিজিৎ। প্রত্যাশার পারদ তুঙ্গে। ফলে সামান্য হলেও স্নায়ুচাপে পরিচালক। তবে আত্মবিশ্বাসী। নতুন নায়িকাদের নির্ভরয্যোগ্য পরিচালক অভিজিতের জোরের জায়গা হল ছবিতে নিটোল পারিবারিক প্রেক্ষাপট। বললেন, ‘আমি নিজে ফ্যামিলি ম্যান। মা, বাবার সঙ্গে ঘনিষ্ঠ, অন্তরঙ্গ। এখনও ওঁদের অনুমতি ভিন্ন কিছু করি না। দেবও আদ্যোপান্ত পারিবারিক মানুষ। কী করে বাবা, মাকে ওঁর সব ব্যাপারে শামিল করবেন, সেই চিন্তাই করে যাচ্ছেন। আসলে আমাদের ঘরের মধ্যেই টুকরো টুকরো গল্প থাকে। আমার ছবির দৃশ্যগুলো তাই ওখান থেকেই উঠে আসে। সেইসঙ্গে চিত্রনাট্যে প্রতিষ্ঠিতদের পাশাপাশি নতুন মুখ উঠে আসুক যেমন আমার ইচ্ছা, তেমনি দেব কিংবা প্রযোজক অতনু রায়চৌধুরীরও কোনও সংশয় নেই নতুন নায়িকাকে নিয়ে ছবি তৈরির ব্যাপারে। জ্যোতির্ময়ীকে অতনুদাই নির্বাচন করেছেন।’

    নায়িকাও কৃতজ্ঞ পরিচালকের শিক্ষকতায়, নায়ক ও প্রযোজকের অভিভাবকত্বে। ‘এটাও তো একধরনের পারিবারিক পরিকাঠামো, তাই না?’ অভিজিতের সংযোজন, ‘আমার দর্শক আট নয়, ছয় থেকে আশি। পরিবারের সবাই একসঙ্গে সিনেমা দেখতে যাবে, একসঙ্গে বসে উপভোগ করবে। এমন গল্পই হওয়া উচিত।’
  • Link to this news (বর্তমান)