রেল স্টেশনে দোকান খুলবেন? ৫০০ টাকায় আবেদন করা যাবে
আজ তক | ২৩ ডিসেম্বর ২০২৫
রেলের 'এক স্টেশন এক পণ্য' নিয়ে বড় আপডেট দিল পূর্ব রেলওয়ে। হাওড়া ডিভিশনের ১০৫টি স্টেশনে ১১৩টি স্টলের জন্য আবেদনপত্র আহ্বান করল রেল। দেশজ পণ্য নিয়ে কাজ করেন এমন ব্যক্তি, স্বনির্ভর গোষ্ঠী, সমাজের প্রান্তিক অথবা দুর্বল শ্রেণির মানুষেরা এই স্টলের জন্য আবেদন করতে পারেন।
কতদিনের জন্য লিজ দেওয়া হবে?
এক স্টেশন এক পণ্য স্টলগুলির ক্ষেত্রে লিজের সময়কাল থাকে ১৫ দিন থেকে ৯০ দিন। অবশ্যই এই তালিকায় হাওড়া স্টেশনের স্টল নেই।
কোন কোন স্টেশনে এক স্টেশন এক পণ্য-এর স্টল খোলা যাবে?
গুসকরা, আহমেদপুর, ভেদিয়া, খানা, তালিত, প্রান্তিক, পাকুড়, মল্লারপুর, নলহাটি, রাজগ্রাম, সাঁইথিয়া, আজিমগঞ্জ সিটি, আজিমগঞ্জ জংশন, বাজারসৌ, গঙ্গাটিকুরী, খাগড়াঘাট রোড এবং সালার স্টেশনে স্টলের ক্ষেত্রে ১৫ দিনের জন্য লিজ নেওয়া হলে চার্জ দিতে হবে ৫০০ টাকা (জিএসটি সহ)। বাকি স্টেশনগুলির ক্ষেত্রে ১৫ দিনের জন্য লিজ নেওয়া হলে ১০০০ টাকা (GST সহ)দিতে হবে।
রেল কী কী সুবিধা দেবে?
স্টল বা আউটলেটের ব্যবস্থা রেলওয়ে করে দেবে। প্রতিটি 'এক স্টেশন এক পণ্য' আউটলেটে ১৫ দিনের একটি পর্যায়ে সর্বাধিক ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের প্রাথমিক সুবিধা রেজিস্ট্রেশন চার্জের মধ্যেই ধরা থাকবে। ১৫ দিনের বেশি সময়সীমার জন্য আনুপাতিক ভিত্তিতে বিদ্যুৎ দেওয়া হবে।
কারা কারা আবেদন করতে পারবে?
রেলের তরফে জানানো হয়েছে, সংস্থার লেটারহেড-এ অথবা সাদা কাগজে লেখা আবেদন প্রয়োজনীয় নথি মুখবন্ধ খামে ভরে আবেদনকারীকে পূর্ব রেলওয়ে, হাওড়া, নিউ ডিভিসনাল রেলওয়ে ম্যানেজারকে উল্লেখ করে আবেদনপত্র লিখতে হবে। এই মুখবন্ধ খাম স্টেশনের স্টেশন ম্যানেজার-এর অফিসের বাইরে নির্দিষ্ট স্থানে জমা করতে হবে। এবিষয়ে আরও তথ্য স্টেশন ম্যানেজারের কাছে পাওয়া যেতে পারে।