• আরও ২-৩ ডিগ্রি নেমে যাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, বড়দিনের আগেই জাঁকিয়ে শীতের পূর্বাভাস
    আজ তক | ২৩ ডিসেম্বর ২০২৫
  • বড়দিনে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তুরে হাওয়ার দাপট বাড়বে, আর তার প্রভাবেই ঠান্ডার অনুভূতি আরও তীব্র হবে। বর্তমানে যে পশ্চিমী ঝঞ্ঝাটি সক্রিয় রয়েছে, তা সরে গেলে আবহাওয়া আরও শুষ্ক হয়ে উঠবে এবং শীতের পারদ নামতে শুরু করবে। তবে তার আগে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

    চলতি সপ্তাহজুড়ে রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দুই এলাকাতেই রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। কিন্তু বড়দিন থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। একইভাবে, উত্তরবঙ্গেও দু’দিন পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।

    বুধবার ও বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, যেখানে কিছু এলাকায় দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটারে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বুধবার হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, যদিও ঘন কুয়াশার সম্ভাবনা আপাতত নেই।

    গত কয়েক দিন ধরেই আবহাওয়ার চরিত্রে বদল লক্ষ্য করা যাচ্ছে। সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ছিল। ডিসেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীত না পড়ায় অনেকেই হতাশ ছিলেন। তবে সাম্প্রতিক দিনে শীতল হাওয়ার প্রভাবে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। শনিবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শীতের হালকা ছোঁয়া টের পাওয়া যাচ্ছে। সকালের দিকে কুয়াশার আস্তরণ, দিনের তাপমাত্রা কিছুটা কমে যাওয়া, সব মিলিয়ে শীতের ইঙ্গিত মিলছে।

    আবহাওয়া দফতর জানাচ্ছে, বড়দিনের আগে খুব বেশি শীত পড়ার সম্ভাবনা না থাকলেও, বড়দিনের পর থেকে পারদ আরও কয়েক ডিগ্রি নামতে পারে। তখনই রাজ্যে জাঁকিয়ে শীত অনুভূত হবে।

     
  • Link to this news (আজ তক)