• স্বামীকে হাতুড়ি দিয়ে খুন, মিক্সার গ্রাইন্ডারে দেহ টুকরো করে লোপাটের চেষ্টা , ধৃত স্ত্রী ও প্রেমিক
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
  • সম্ভল, ২৩ ডিসেম্বর: প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন। প্রথমে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি মেরে হত্যা করা হয়। তারপর দেহ লোপাটের জন্য বড় গ্রাইন্ডারে দেহ টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। যদিও শেষ রক্ষা হল না। স্বামীর কাটা মাথা উদ্ধার হতেই গ্রেফতার হতে হল স্ত্রী ও তার প্রেমিককে।। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলায়। ধৃত মহিলার নাম রুবি ও তার প্রেমিকের নাম গৌরব।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরা দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন। সম্প্রতি তাদের ঘনিষ্ঠ অবস্থায় দুজনকে একসঙ্গে দেখে ফেলে স্বামী রাহুল। তারপর থেকেই রাহুলকে সরিয়ে ফেলার ছক কষা হয়। প্রথমে খুন। তারপর ১৮ নভেম্বর থানায় গিয়ে স্বামীর নামে নিখোঁজ ডায়েরি করেন ওই মহিলা। ডিসেম্বরের ১৫ তারিখ উত্তরপ্রদেশের ঈদগা এলাকায় একটি নর্দমার থেকে কিছু দেহাংশ পাওয়া যায়। শেষ পর্যন্ত জানা যায় ওই দেহাংশ হল রুবি নামে মহিলার নিখোঁজ হয়ে যাওয়া স্বামীর। এরপরই পুলিশ রুবিকে ডেকে জিজ্ঞাসাবাদ করতেই গোটা বিষয়টি ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায়। সামনে চলে আসে তার প্রেমিক গৌরবের নামও। শেষ পর্যন্ত ২০ ডিসেম্বর দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাতুড়ি দিয়ে খুন করার পর দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। দেহাংশ যাতে কেউ একসঙ্গে খুঁজে না পায় তার জন্য বিভিন্ন জায়গায় দেহাংশ ফেলে দেওয়া হয়েছিল। গঙ্গা ছাড়াও দেহাংশ বিভিন্ন নর্দমা ও আবর্জনার মধ্যে লুকিয়ে ফেলা হয়েছিল। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে উত্তরপ্রদেশের মিরাঠে এক নেভি অফিসারকে খুন করে ড্রামে ভরে রেখেছিল তাঁর স্ত্রী ও প্রেমিক।
  • Link to this news (বর্তমান)