• ‘হিন্দু রাষ্ট্রে’ সান্তা টুপি বিক্রি চলবে না, বিজেপি শাসিত ওড়িশায় হেনস্থার শিকার দরিদ্র হকার
    বর্তমান | ২৩ ডিসেম্বর ২০২৫
  • ওড়িশা, ২৩ ডিসেম্বর: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রির অপরাধে দরিদ্র হকারকে মার খেতে হয়েছিল গেরুয়াধারীদের হাতে । এবার প্রায় সেই একই কাণ্ড ঘটল বিজেপি শাসিত ওড়িশাতেও। হিন্দু রাষ্ট্রে সান্তা ক্লজের টুপি বিক্রি করা চলবে না। এই ফতোয়া জারি করেই দরিদ্র হকারকে হেনস্থা করল স্বঘোষিত হিন্দুত্ববাদী যুবক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘটনার ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।ভিডিওতে দেখা যাচ্ছে, ওড়িশার ফুটপাতে বড়দিনের উৎসবের জন্য সান্তা টুপি বিক্রি করছিলেন কয়েকজন গরীব হকার। তার মাঝে একটি সাদা গাড়ি করে ২ জন যুবক এসে তাঁদের হেনস্থা করতে থাকে। বলে, ‘হিন্দু রাষ্ট্র’ এবং ভগবান জগন্নাথের ভূমি, এখানে ‘খ্রিস্টানদের জিনিসপত্র’ বিক্রি করা চলবে না। এই হিন্দুত্ববাদীরা আবার বিক্রেতাদের ধর্মের পরিচয়ও জানতে চান। বিক্রেতা বলেন, তিনি রাজস্থান থেকে এসেছেন এবং তিনিও হিন্দু। এই সময় সান্তা টুপি বেশি বিক্রি হয় বলেই পসরা সাজিয়ে বসেছেন। যদিও কোন কথাই কানে তুলতে চাননি ওই হিন্দুত্ববাদী যুবক। তাঁর দাবি, 'এটা ভগবান জগন্নাথের দেশ। এখানে শুধু তাঁর শাসনই চলবে। হিন্দু হয়ে তোমরা এটা কী ভাবে করছ? যদি কিছু বিক্রি করতেই হয়, তবে ভগবান জগন্নাথের জিনিসপত্র বিক্রি করো। তাড়াতাড়ি সব গুটিয়ে এখান থেকে চলে যাও। '
  • Link to this news (বর্তমান)