পুলিশ গাড়িটিকে আটক করেছে। জানা গেছে ওই ব্যাক্তি রাস্তা দিয়ে যাবার সময় দ্রুত গতিতে আসা একটি কন্টেনার তাকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।