সভায় পুর প্রতিনিধি ওয়ার্ডবাসীর উদ্দেশে তাঁর গত এক বছরের কাজের খতিয়ান তুলে ধরেন। সামগ্রিকভাবে ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ ও পরিষেবা প্রদান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। বহু মানুষই পুর প্রতিনিধির কাজের প্রশংসা করেন।
তবে সভায় সবচেয়ে বেশি উঠে আসে পরিশ্রুত পানীয় জলের সমস্যা। ওয়ার্ডের সিংহভাগ মানুষই এই সমস্যার কথা উল্লেখ করেন। পাশাপাশি উত্তর পূর্বাচল তারকের ব্রিজ সংলগ্ন গলিগুলিতে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বসানোর প্রস্তাব দেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, গ্রীন পার্ক এলাকার বাসিন্দারা অবৈধ পার্কিং সমস্যার বিষয়টি পুর প্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করেন।
পরিশ্রুত পানীয় জলের সমস্যা সমাধান প্রসঙ্গে কাউন্সিলর জানান, কাজী নজরুল পার্কে একটি বুস্টার পাম্পিং স্টেশন নির্মাণের কাজ ইতিমধ্যেই চলছে। পাশাপাশি অভিষিক্তা সার্ভিস রোডের সংলগ্ন জমিতে আরও একটি বুস্টার পাম্পিং স্টেশন নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে। আগামী বছরের জানুয়ারি মাসেই ওই প্রকল্পের শিলান্যাস হওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।
এদিনের ‘জনতা জানতে চায়’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার -সহ কলকাতা পুরসভার বরো ১২-এর আধিকারিকরা।