সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসা বিধ্বস্ত বাংলাদেশে আটকে ভারতের বহু মেডিক্যাল পড়ুয়া। তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখল সর্বভারতীয় মেডিক্যাল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AIMSA)। চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন ওই পড়ুয়াদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী অবিলম্বে জরুরি হস্তক্ষেপ করুন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠিতে AIMSA লিখেছে, বাংলাদেশে যেসব ভারতীয় পড়ুয়ারা আটকে আছেন তাঁদের পরিবারের থেকে লাগাতার উদ্বেগজনক বার্তা আসছে। সেখানে থাকা পড়ুয়ারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা সেখানে থাকা পড়ুয়াদের মধ্যে ভয়, উৎকণ্ঠা ও মানসিক উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে আমরা মেডিক্যাল পড়ুয়াদের নিরাপত্তা, সুস্থতারর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অবিলম্বে জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
পাশাপাশি সরকারের উদ্দেশে ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, যাঁরা বিদেশে ডাক্তারি পড়তে যান, তাঁদের প্রত্যাশা থাকে বিপদের সময়ে ভারত সরকার তাঁদের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। সেহেতু প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, তিনি যেন বিদেশমন্ত্রী, বাংলাদেশের ভারতীয় দূতাবাস ও অন্যান্য মিশনের সঙ্গে সমন্বয় রেখে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করেন।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হিংসা চরম আকার নিয়েছে বাংলাদেশে। গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। গত ১৮ ডিসেম্বর সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ। একের পর এক সংবাদপত্রের অফিস ভাঙচুর, ছায়ানটে হামলার পাশাপাশি দেশের নানা প্রান্তে খুনের ঘটনা সামনে আসে। নৃশংসভাবে হত্যা করা হয় সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে। ভাইরাল হয় সেই ঘটনার ভিডিও। মাত্রাছাড়া আকার নিয়েছে মৌলবাদের কবলে চলে যাওয়া বাংলাদেশের ভারত বিদ্বেষ। গুরুতর এই পরিস্থিতিতে সেখানে থাকা ভারতীয় মেডিক্যাল পড়ুয়াদের সাহায্যে মোদিকে চিঠি লিখল AIMSA।