• পৌষের শীতে জবুথবু তিলোত্তমা, বড়দিনে এক ধাক্কায় ৩ ডিগ্রি নামবে পারদ!
    প্রতিদিন | ২৩ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৌষের শীতে জবুথবু দশা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার বাসিন্দাদের। খাস কলকাতাতেও রীতিমতো দাপট দেখাচ্ছে শীত। তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৫ ডিগ্রির আশেপাশে। সকলের মনেই প্রশ্ন, এই শীত দীর্ঘস্থায়ী হবে তো?  শীতপ্রেমীদের জন্য সুখবর দিল হাওয়া অফিস, বড়দিনে একধাক্কায় ৩ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলার তাপমাত্রা নামবে ৯ ডিগ্রির নিচে।

    ডিসেম্বর মানেই উৎসবের আমেজ। শহরজুড়ে আলোর রোশনাই। এবছর প্রত্যাশা পূরণ করে উৎসবের মরশুমে জাঁকিয়ে শীতও পড়েছে। ভোর হতেই কুয়াশার চাদরে মুড়ছে চারপাশ। ফলে শীতবিলাসীরা খুশি। তারা চাইছেন, দীর্ঘস্থায়ী হোক এই আমেজ। হাওয়া অফিস সূত্রে খবর, সত্যি হবে শীতপ্রেমীদের আশা। বড়দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি নামতে শহর কলকাতার তাপমাত্রা। অর্থাৎ পারদ পৌঁছতে পারে ১৩ ডিগ্রিতে। জেলার তাপমাত্রাও কমবে। পশ্চিমের জেলাগুলোতে পারদ ওঠানামা করবে ৯ ডিগ্রির আশেপাশে। ফলে বছর শেষে হাড়কাঁপানো শীতে জবুথবু দশা হবে রাজ্যবাসীর।

    একই পরিস্থিতি উত্তরবঙ্গের। উত্তরে পার্বত্য এলাকার তাপমাত্রা ঘোরাফেরা করছে ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কুয়াশায় মুড়েছে পথঘাট। কমেছে দৃশ্যমানতা। ফলে গাড়ি চলাচলে প্রবল সমস্যা হচ্ছে। ভোগান্তির শিকার পর্যটকরা। আগামী কয়েকদিনে আরও নামবে পারদ। আগামী কয়েকদিনের রাজ্যের কোথাওই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
  • Link to this news (প্রতিদিন)