• সিপিএমের মহিলা শাখাতেও কমছে সদস্য, দুশ্চিন্তা নিয়েই ঘুরে দাঁড়ানো ছক কষছেন নেত্রীরা
    প্রতিদিন | ২৩ ডিসেম্বর ২০২৫
  • স্টাফ রিপোর্টার: সদস্য কমেছে, নিচুতলায় মহিলাদের নিয়ে কোনও কর্মসূচিও সেভাবে
    চোখে পড়ে না। বুথস্তরে সংগঠন নামে মাত্র। এই পরিস্থিতিতেই সোমবার থেকে কলকাতার রথীন্দ্র মঞ্চে শুরু হয়েছে সিপিএমের মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতির ৩০তম রাজ্য সম্মেলন। ছাব্বিশের নির্বাচনের আগে বুথস্তর থেকে লড়াই আন্দোলনের ডাক দিয়েছে মহিলা সমিতির শীর্ষ নেতৃত্ব। কিন্তু বুথস্তরে সংগঠনের বেহাল অবস্থা ভাবাচ্ছে সিপিএমের মহিলা নেত্রীদের।

    তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মহিলাদের উন্নয়নে ও স্বনির্ভরতার জন্য বিভিন্ন প্রকল্প চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতি মহিলাদের সমর্থন অটুট। এই পরিস্থিতিতে বাংলায় মহিলা সংগঠনকে শক্তিশালী করা যে খুবই কঠিন কাজ তা বিলক্ষন জানেন সিপিএমের শীর্ষ নেতারাও। শুধু তাই নয়, পার্টির শাখাস্তরেও মহিলাদের সেভাবে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। তা পার্টির রিপোর্টেই স্বীকার করা হয়েছে।

    মহিলা শাখা তৈরি করে নিচুতলা থেকে মহিলা নেতৃত্ব তৈরি করতে চাইছে আলিমুদ্দিন। রাজ্যে সিপিএমের সদস্য সংখ্যা এখন ১ লক্ষ ৫৬ হাজার। কিন্তু এই সদস্যদের মধ্যে মাত্র ১১ শতাংশ মহিলা। শাখাস্তর থেকে মহিলা নেতৃত্ব উঠে আসছে না। তাই এরিয়া কমিটি, জেলা কমিটি স্তরেও মহিলা নেতৃত্ব কম। পার্টিতেও মহিলাদের অন্তর্ভুক্তি কম, তখন মহিলা সমিতির সংগঠনেও সদস্য সংখ্যা অনেক কমেছে।

    তাই বুথস্তরে মহিলা সংগঠনকে চাঙ্গা করার জন্য কী কৌশল, আন্দোলন দরকার, তা নিয়ে আলোচনা চলছে রাজ্য সম্মেলনে। সোমবার সম্মেলনের উদ্বোধন করে সারা ভারত মহিলা সমিতির সাধারণ সম্পাদক মারিয়াম ধাওয়ালে বলেন, “দেশের ধর্মনিরপেক্ষ শক্তি একসাথে করে দক্ষিণপন্থী শক্তিকে হারাতে হবে। সমানাধিকার ও নারীমুক্তির সংগ্রামকে দৃঢ় করবে মহিলা সমিতি।” উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি জাহানারা খান, রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়, মিনতি ঘোষ, অঞ্জু কর-সহ মহিলা নেতৃবৃন্দ।
  • Link to this news (প্রতিদিন)