• সরকারি কর্মীদের একাংশের জন্য সুখবর, বছর শেষে ছুটির ঝুলিতে আরও একটি দিন
    এই সময় | ২৩ ডিসেম্বর ২০২৫
  • রাজ্য সরকারের কর্মীদের একাংশের জন্য সুখবর। বছর শেষে ছুটির ঝুলিতে যুক্ত হচ্ছে আরও একটি দিন। রাজ্য অর্থদপ্তর মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর, শনিবার সরকারি কর্মীদের একাংশ ছুটি পাবেন। তবে তাঁরা শিখ সম্প্রদায়ের কর্মচারী। সে দিন গুরু গোবিন্দ সিংজির ‘প্রকাশ পূরব’।

    শিখ ধর্মের দশম গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাটনার সোধি ক্ষেত্রী পরিবারে তাঁর জন্ম হয়। গুরু গোবিন্দ সিং-এর উপদেশ শিখদের জীবনে বিশেষ মাহাত্ম্য বহন করে। শিখ সম্প্রদায়ের মানুষের কাছে এই দিনটিরও বিশেষ গুরুত্ব।

    এ দিন সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ছুটি ‘সেকশনাল হলিডে’। ছুটি পাবেন সরকারি অফিস, লোকাল বডি, স্ট্যাটুটরি বডি, বোর্ড, কর্পোরেশন ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতরা। ফলে ২৭, ২৮ পর পর দু’দিন ছুটি পাবেন তাঁরা। তার আগে ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, সমস্ত সরকারি কর্মীদেরই ছুটি।

  • Link to this news (এই সময়)