• ইটভাটার ম্যানেজারের ঝুলন্ত দেহ উদ্ধার, ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের
    এই সময় | ২৩ ডিসেম্বর ২০২৫
  • ইটভাটার ম্যানেজারের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদায় । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার মৌলপুর এলাকায়। সংশ্লিষ্ট এলাকার ইটভাটার একটি অফিস ঘর থেকেই ওই ম্যানেজারের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাদিকুল ইসলাম (৩৮) । তাঁর বাড়ি মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের মৌলপুর এলাকায়। দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট এলাকার একটি ইট ভাটায় কাজ করতেন সাদিকুল।। এদিন সকালে ওই ইঁট ভাটার কয়েকজন কর্মী অফিস ঘরের মধ্যেই ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পায়। তার পরেই গোটা এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়।

    জানা গিয়েছে, মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। এ দিকে মৃতের পরিবারের অভিযোগ, সাদিকুল ইসলাম আত্মহত্যা করেননি, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

    মৃতের পরিবারের দাবি, মৃতের কাছ থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে দোষী ব্যক্তির নাম লেখা রয়েছে। অথচ এই সুইসাইড নোটে কী লেখা ছিল সেটিও আপাতত তদন্তের স্বার্থের জন্য পুলিশ বাড়ির লোকেদের জানায়নি বলে জানা গিয়েছে। যদিও এই মৃত্যুর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ স্থানীয়দেরও। তাঁদের আরও অভিযোগ, এই ঘটনার নেপথ্যে সম্পূর্ণভাবে ইটভাটা কর্তৃপক্ষ জড়িত। তবে এই অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

    পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও সমস্ত দিক খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

  • Link to this news (এই সময়)