হাড় হিম করা ঘটনার অভিযোগ পুরাতন মালদায়। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দশম শ্রেণির এক ছাত্রীর গলায় ছুরির কোপ বসানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। যুবকের নাম সুরজ মণ্ডল। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি তিনি। সোমবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রামপঞ্চায়েতের রায়পুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রী মালদা মেডিক্যাল কলেজও হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তের পরিবারের তরফে পুরাতন মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আক্রান্ত ছাত্রীর বাবার দাবি, মেয়ে টিউশন নিয়ে ফিরছিল। সেই সময়ে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক তাঁর মেয়েকে নানা ভাবে উত্যক্ত করতেন বলেও অভিযোগ পরিবারের। এ দিন কোনও কিছু নিয়ে কথা কাটাকাটি হওয়ায় এই ঘটনা বলে অনুমান বাড়ির লোকের। এই ঘটনার পরেই সুরজ গা ঢাকা দিয়েছেন বলে জানান আক্রান্ত ছাত্রীর বাবার। এমনকী মেয়ের ফোন নিয়েও পালিয়ে যান বলে অভিযোগ।
ওই ছাত্রী ইংরেজবাজার ব্লকের একটি স্কুলের দশম শ্রেণিতে পড়ে। স্কুলের কাছেই বাড়ি অভিযুক্তেরও। সোমবার টিউশন নিয়ে ফেরার পথে রাস্তায় এই ঘটনা। ছাত্রীর চিৎকার শুনে আশেপাশে লোকজন এলে পালিয়ে যান সুরজ। পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।