• স্ত্রীকে বাঁচাতে বাঘের সঙ্গে ভয়ঙ্কর লড়াই স্বামীর
    আজকাল | ২৪ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জীবন জীবিকার টানে বিপদ জেনেও সুন্দরবনে মাছ ধরতে যেতে হয় মৎস্যজীবীদের। সুন্দরবনের গভীর জঙ্গলে ওৎ পেতে থাকে সাক্ষাৎ মৃত্যু! প্রতিদিনের মতোই মঙ্গলবার নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে সুন্দরবন এলাকার বাসিন্দা সুভাষ নায়েক পাথরপ্রতিমা ব্লকের বিজিয়াড়া জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সুভাষ এবং তাঁর সঙ্গীরা যখন কাঁকড়া ধরছিলেন সেই সময় জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে ডোরাকাটা! সুভাষের স্ত্রী তখন নৌকায় বসেছিলেন। কিছু বুঝে ওঠার আগেই সুভাষের স্ত্রীর ঘাড়ের উপর ঝাঁপায় রয়্যাল বেঙ্গল টাইগার। আচমকা এই ঘটনা ঘটে যাওয়ায়  সাময়িক হকচকিয়ে গেলেও মুহূর্তে ঘুরে দাঁড়ান সুভাষ। চিৎকার করে বন্ধুদের ডাকেন। স্ত্রীকে বাঁচাতে এরপর বাঘের সঙ্গে লড়াই শুরু করেন তিনি এবং তাঁর সঙ্গীরা। 

    বেশ কিছুক্ষণ ধরে চলে এই লড়াই। হাতের কাছে নৌকার বৈঠা এবং লগি ও লাঠি দিয়ে ক্রমাগত বাঘকে আক্রমণ করতে থাকেন তিনি এবং তাঁর সঙ্গীরা। অনেকটাই সময় ধরে চলে বাঘ এবং মানুষের এই রুদ্ধশ্বাস লড়াই। শিকার ধরতে এসে বাধা পেয়ে জঙ্গল কাঁপতে থাকে ক্রুদ্ধ বাঘের গর্জনে। কিন্তু শেষপর্যন্ত হার মানতে হয় তাকে। সুভাষের স্ত্রী শংকরী নায়েককে ছেড়ে দিয়ে সামনেই কলস জঙ্গলে চলে যায় বাঘ। কিন্তু জখম হন শংকরী।

    বাঘের আক্রমণে ক্ষতবিক্ষত তাঁকে  উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ার কারণে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। এ বিষয়ে সুভাষ নায়েক জানান, "প্রতিদিনের মতোই কাঁকড়া ধরার উদ্দেশ্যে কলস জঙ্গলের বিজিয়াড়া এলাকায় গিয়েছিলাম। সেই সময় আমার স্ত্রীর ওপর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে আক্রমণ করে। সেই দৃশ্য দেখে আমি প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি। এরপর আমি চিৎকার শুরু করলে আমার সঙ্গে থাকা সঙ্গীরা ঘটনাস্থলে এসে পড়েন এবং বাঘের সঙ্গে দীর্ঘ লড়াই চলে আমাদের। অবশেষে ক্ষতবিক্ষত অবস্থায় আমার স্ত্রীকে বাঘের মুখ থেকে উদ্ধার করি এবং চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে আসি।"

    এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা মুখ্য বন আধিকারিক (ডিএফও) নিশা  গোস্বামী জানান, "বাঘের আক্রমণের খবর ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখছি। বর্তমানে আহত ওই মহিলা চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।"
  • Link to this news (আজকাল)