• সোদপুরে আবাসন থেকে দুই বোনের দেহ উদ্ধার
    আজকাল | ২৪ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  সোদপুরের আবাসন থেকে দুই বোনের দেহ উদ্ধার। তাঁরা পানিহাটির ৩ নম্বর ওয়ার্ডের হরিশচন্দ্র দত্ত রোডের বাসিন্দা। আত্মহত্যা নাকি খুন? ঘনাচ্ছে রহস্য। দুই বোন সবিতা দত্ত চট্টোপাধ্যায় এবং কনিকা দত্ত থাকতেই একসঙ্গেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দা থানার পুলিশ। তারপর দেহদুটিকে পাঠানো হয় ময়নাতদন্তে।

    তদন্তে জানা গিয়েছে হরিশচন্দ্র দত্ত রোডের একটি আবাসনের একতলা থেকে দুই বোনের দেহ উদ্ধার করা হয়। এই দুই বোন ফ্ল্যাটে একাই থাকতেন বলে জানা গেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। আর্থিক কোনও সংস্থান ছিল না। এখান থেকে অনাহারে থাকার বিষয়টির কথাও জানিয়েছেন প্রতিবেশীরা। 

    প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দীর্ঘদিন অনাহারে থাকার কারণেই মৃত্যু হয়েছে দুই বোনের। দুই বোনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

    তদন্তে নেমে আরও জানা গিয়েছে বিগত কয়েকদিন ধরেই দুজনকে বিশেষ দেখা যাচ্ছিল না। এরপরই থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে ফ্ল্যাট থেকে দুজনের দেহ উদ্ধার করে। দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। তাই কীভাবে দুজনের মৃত্যু হল সেই বিষয়টি স্পষ্ট হয়নি। তবে এই ঘটনাটি নিয়ে গোটা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। 

    প্রাথমিক অনুমান অনাহার থেকেই দুজনের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই এবিষয়ে স্পষ্টভাবে জানা যাবে বলেই জানিয়েছে পুলিশ। তবে এতদিন ধরে যদি আর্থিক অভাব থাকে তাহলে সেবিষয়ে কেন এই দুজন কিছু ব্যবস্থা করলেন না সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ। মৃতদের আত্নীয়দের খোঁজ করছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)