আজকাল ওয়েবডেস্ক: বড়দিন এবার শীতের আমেজ গায়ে মেখেই হবে। ডিসেম্বর মাস থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা নিচের দিকেই। ডিসেম্বরের শেষ সপ্তাহতেই এই ধারা বজায় থাকবে বলেই জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আর সেই কারণেই বলা যেতে পারে ২৫ ডিসেম্বর জাঁকিয়ে শীত থাকতে পারে কলকাতা-সহ গোটা বঙ্গে।
আলিপুর হাওয়া অফিস আরও জানিয়েছে বড়দিনে থাকবে একেবারে রোদ ঝলমলে আকাশ। বুধবারের পর থেকেই গোটা বঙ্গে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এমনকি কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রিতেও নামতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রির আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। বুধবার থেকে তাপমাত্রার পারদ ক্রমশই নামবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ২৭ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না।
অন্যদিকে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ জুড়ে তীব্র শীতের দাপট অব্যাহত রয়েছে। দিল্লি-এনসিআরসহ একাধিক রাজ্যে সকালবেলা ঘন কুয়াশা দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। তাপমাত্রা হঠাৎ করে অনেকটাই নেমে যাওয়ায় ঠান্ডার প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে সাধারণ মানুষের জীবনে।
ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় পার্বত্য অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর মধ্যপ্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু অংশে ২৮ ডিসেম্বর পর্যন্ত তীব্র শীতের পরিস্থিতি বজায় থাকবে। এই সময়কালে সকালবেলা ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে।
জম্মু ও কাশ্মীর এবং লাদাখে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গেছে। একইসঙ্গে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের একাধিক এলাকায় টানা তুষারপাত চলছে। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পূর্ব রাজস্থান, উত্তর-পূর্ব ভারত, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, সিকিম এবং মধ্য মহারাষ্ট্রের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রির মধ্যে নেমে গেছে। সমতল এলাকাগুলির মধ্যে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু অংশে বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং উত্তর-পূর্ব হিমাচল প্রদেশের উঁচু এলাকায় ভারী তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার ফলে তুষারঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রপাত ও বজ্রবিদ্যুতের সতর্কতাও জারি করা হয়েছে।