বীরভূমে TMC-র কোর কমিটির বৈঠকেও গোষ্ঠীকোন্দল? অপেক্ষা করতে হল কাজল শেখকে
আজ তক | ২৪ ডিসেম্বর ২০২৫
তৃণমূল বনাম তৃণমূল। বীরভূমে TMC-র ভিতরকার দ্বন্দ্ব যেন শেষ হতে চাইছে না। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক মানেই যেন বিতর্ক। সভাপতি কাজল শেখ অপেক্ষা করে থাকলেন তৃণমূল কার্যালয়ে, কিন্তু বৈঠক হল সরকারি সার্কিট হাউসে। আর এই বিষয় নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
বীরভূমে SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া চলাকালীন তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যরা আলোচনায় বসেন সিউড়ি সার্কিট হাউসে। ওই বৈঠকে কোর কমিটির সকল সদস্যই উপস্থিত ছিলেন। প্রথা অনুযায়ী, জেলা কোর কমিটির বৈঠক সাধারণত বোলপুর বা সিউড়ির তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। এ দিন নিয়ম মেনেই প্রথমে পার্টি অফিসে পৌঁছন কোর কমিটির সদস্য কাজল শেখ। তবে সেখানে গিয়ে তিনি জানতে পারেন, বৈঠক হবে সিউড়ি সার্কিট হাউসে। সরকারি ভবনে রাজনৈতিক বৈঠক আয়োজন ঘিরে শুরু হয় প্রশ্ন।
এই প্রসঙ্গে কাজল শেখ বলেন, “আজকের কোর কমিটির বৈঠকে গোটা জেলা নিয়ে সার্বিক আলোচনা হয়েছে।” তবে কেন সার্কিট হাউসে বৈঠক, সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, “এই বিষয়ে কোর কমিটির আহ্বায়ক ভালো বলতে পারবেন। আমি একজন সদস্য, যেখানে ডাকা হয়েছে সেখানেই এসেছি।” অন্য দিকে কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক। সংবাদমাধ্যমের সামনে তিনি সংক্ষেপে বলেন, “মিটিং যেমন হয়, তেমনই হয়েছে।”
এই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও বোলপুরের সাংসদ অসিত মালও। শতাব্দী রায় বলেন, “এটা কোর কমিটির বৈঠক নয়। এখানে উন্নয়নের বিষয় নিয়েই কথা হয়েছে।” পাশাপাশি তিনি জানান, উন্নয়ন আলোচনার পাশাপাশি SIR সংক্রান্ত বিষয়েও কথা হয়েছে। অসিত মালও বলেন, “প্রথমে উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হয়েছে। তার পর নিজেদের মধ্যে SIR সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলা হয়েছে।”
সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, একাধিক উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনার কারণেই সার্কিট হাউসে বৈঠকের আয়োজন করা হয়েছিল। তাঁর বক্তব্য, “উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে।”
প্রসঙ্গত, SIR প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করা এবং সর্বতোভাবে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং আগামী সপ্তাহ থেকেই শুনানির প্রক্রিয়া শুরু হওয়ার কথা। এই পরিস্থিতিতে সার্কিট হাউসে বৈঠক হওয়ায় স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে।