একই গ্রামের ২৭৮ জনকে রি-ভেরিফিকেশনের নোটিশ, আতঙ্কে গ্রামবাসীরা
আজ তক | ২৪ ডিসেম্বর ২০২৫
সঠিক তথ্য দেওয়ার পরেও রি-ভেরিফিকেশনের জন্য নোটিশ পাঠানো হয়েছে একই গ্রামের ২৭৮ জনকে। নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকায় নাম থাকার পরও রি-ভেরিফিকেশনের ডাক পেয়ে আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। কমিশনের গাফিলতির কারণে এই অবস্থা বলেই অভিযোগ বাসিন্দাদের।
নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ভুক্তভোগীরা । মালদার চাঁচলের সুতি গ্রামের ঘটনা। গ্রামের প্রায় ২৭৮ জন ভোটারের খসড়া তালিকায় নাম বেরোনোর পরও, তাদেরকে রিভিও ভেরিফিকেশন করতে হবে হবে বলে সংশ্লিষ্ট বিএলও জানিয়েছেন। কিন্তু কোথায় রিভেরিফিকেশন হবে, কি তথ্য লাগবে তা এখনও পর্যন্ত জানেন না ভোটারেরা। উত্তর নেই বিলওর কাছেও। বারবার হয়রানির কারণে ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গ্রামের রাস্তায় তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
যদিও নির্বাচন কমিশনের নির্দেশ মতোই কাজ হবে বলে সাফাই দিয়েছেন BLO সইফুর রহমান। এ নিয়ে বিজেপি নেতা অভিষেক সিংঘানিয়া বলেন, যাদের নাম, পদবীর ঠিক নেই। শ্বশুরকে বাবা বানিয়েছেন, অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকেছেন তাদের তো নাম বাদ যাবেই। অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। বৈধ ভোটারদের নাম থাকবে।