নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে হরগোবিন্দ ও চন্দন দাস খুনের মামলায় দোষী সাব্যস্ত ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুর মহকুমা আদালত। খুনের ৮ মাস পর আজ, মঙ্গলবার এই সাজা ঘোষণা করা হয়। পাশাপাশি মৃতের পরিবারকে ১৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশও দিয়েছে আদালত। এদিন এই সাজা শোনান জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ আদালত চত্বরে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। প্রসঙ্গত, গত ১২ এপ্রিল সামশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দনকে খুন করা। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে লুটপাট চালানোর পর তাঁদের খুন করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে রাজ্য-রাজনীতিতে কার্যত তোলপাড় শুরু হয়। তদন্ত স্বার্থে গঠন করা হয় সিটও। এই ঘটনায় ১৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের নাম- দিলদার নাদাব, আসমাউল নাদাব, ইনজামুল হক, জিয়াউল হক, ফেকারুল শেখ, আজফারুল শেখ, মণিরুল শেখ, একবাল শেখ, নুরুল ইসলাম, সাবা করিম, হজরত শেখ, আকবর আলি এবং ইউসুফ শেখ। গত জুন মাসে তাদের বিরুদ্ধে চার্জশিটও পেশ করে পুলিশ। জঙ্গিপুর আদালতে শুরু হয় মামলা। এরপর গত, সোমবার তাদের দোষী সাব্যস্ত করে আদালত। আজ সেই মামলায় দোষীদের সাজা ঘোষণা করা হল।