• মাছ-কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে মহিলা ধীবর
    এই সময় | ২৪ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, কাকদ্বীপ: সুন্দরবনের কলস দ্বীপের জঙ্গলের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর 'আহত হলেন এক মহিলা মৎস্যজীবী। পাথরপ্রতিমার সত্যদাসপুরের বাসিন্দা শঙ্করী নায়েক নামে ওই মহিলা গুরুতর জখম অবস্থায় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে কলস দ্বীপের জঙ্গলের খাঁড়িতে ঘটনাটি ঘটে। প্রথমে ওই গৃহবধূকে ভুটভুটিতে করে পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

    খবর দেওয়া হয়েছে বন দপ্তরের রামগঙ্গা রেঞ্জার অফিসে। তবে বন দপ্তরের এক আধিকারিক জানান, 'ওই মৎস্যজীবী দল গভীর জঙ্গলে গিয়েছিল, না কি বাঘ জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে কলস দ্বীপের খাঁড়ির ধারে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।' সোমবার সকালে শঙ্করী-সহ ৬ জনের একটি দল ছোট নৌকো নিয়ে কাঁকড়া ধরার জন্য সুন্দরবনের জঙ্গলে ঢোকে। সকালে কলস দ্বীপের কাছে একটি খাঁড়িতে কাঁকড়া ধরার সময় পিছন দিক থেকে একটি বাঘ হঠাৎ শঙ্করীর উপরে ঝাঁপিয়ে পড়ে। বাকি সঙ্গীরা লড়াই করে কোনও ক্রমে শঙ্করীকে বাঘের মুখ থেকে ছাড়িয়ে আনেন।

    বাঘের হামলার পর জঙ্গলের ভেতরে খাঁড়ির তটে অচৈতন্য হয়ে পড়েছিলেন ওই মহিলা। তাঁর আশেপাশে থাকা অন্যান্য মৎস্যজীবীরা লাঠি নিয়ে বাঘের উপরে ঝাঁপিয়ে পড়লে জঙ্গলে পালিয়ে যায় বাঘটি। আহত শঙ্করীর স্বামী সুভাষ নায়েক জানান, মাছ-কাঁকড়া ধরেই সংসার চলে তাঁদের। তিনি বলেন, 'পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে মাছ-কাঁকড়া ধরতে হয়। এ বার আমার যাওয়ার কথা ছিল। আমি অসুস্থ থাকায় যেতে পারিনি। যতই কষ্ট হোক স্ত্রীকে আর কখনও মাছ-কাঁকড়া ধরতে পাঠাব না।'

  • Link to this news (এই সময়)