• ৬,৯০০ কোটি ব্যাংক ব্যালান্স বিজেপির, মাত্র ৫৩ কোটি কংগ্রেসের
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: নির্বাচনি বন্ড বাতিলের বিন্দুমাত্র প্রভাব বিজেপির রোজগারের খাতায় পড়েনি। লোকসভা ভোটের বছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষে রাজনৈতিক অনুদানের বেশিরভাগই গিয়েছে গেরুয়া তহবিলে। বিরোধীদের ভাগে জুটেছে ছিটেফোঁটা। এবছরের গোড়ায় দিল্লি বিধানসভা ভোটের পর নির্বাচন কমিশনের কাছে আর্থিক তথ্য পেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তাতে দেখা যাচ্ছে, ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণেও কেন্দ্র ও দিল্লিতে ক্ষমতাসীন বিজেপির ধারেকাছে কোনও দল নেই। তাদের ব্যাংক ব্যালান্স ৬ হাজার ৯০০ কোটি টাকারও বেশি। অন্যদিকে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের সঞ্চিত অর্থ মাত্র ৫৩ কোটি টাকা। তাও দলের প্রধান দপ্তর, প্রদেশ ও জেলা শাখাগুলিকে মিলিয়ে।

    সম্প্রতি ভোটের ময়দানে খুব বেশি সাফল্য না পেলেও মায়াবতীর বিএসপির ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ ৫৮০ কোটি টাকারও বেশি। তথ্য বলছে,৯.৯ কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির। সিপিএমের রয়েছে ৪ কোটি টাকা। সিপিআইয়ের ৪১ লক্ষ টাকা। গত ২৪ অক্টোবর কমিশনের কাছে অনুদান সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে কংগ্রেস। সেখানে ২০ হাজার টাকার বেশি অনুদানের তথ্য পেশ করা হয়েছে। কংগ্রেস জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে তাদের প্রাপ্ত অনুদানের পরিমাণ ৫১৭ কোটি টাকা। 
  • Link to this news (বর্তমান)