• মহিলাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ! ফতোয়া জারি ১৫ গ্রামে
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
  • জয়পুর: স্মার্টফোনে বাড়ছে আসক্তি। তার মারাত্মক প্রভাব পড়ছে শরীরে ও মনে। উপায় একটাই, ফিরে যেতে হবে কিপ্যাড মোবাইলের যুগে। তবে এই নিয়ম স্রেফ মহিলাদের জন্য। এমনই ফতোয়া জারি হয়েছে রাজস্থানের জেলোরে। সেখানকার ১৫টি গ্রামের পঞ্চায়েত এলাকায় মহিলাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় পঞ্চায়েতের নির্দেশে আগামী ২৬ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। গ্রামের মহিলারা কেবলমাত্র কিপ্যাড ফোন ব্যবহার করতে পারবেন। বিয়ে, সামাজিক অনুষ্ঠান, এমনকি প্রতিবেশীদের সঙ্গে দেখা করার সময়ও মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে না। 

    গোটা বিশ্ব যেখানে প্রযুক্তি এগচ্ছে, সেখানে ভারতের গ্রামে মহিলাদের উপর এমন ফতোয়ার সমালোচনায় সরব বিভিন্ন মহল। এই পদক্ষেপকে পুরুষতান্ত্রিক ও মহিলার স্বাধীনতা খর্ব করার শামিল বলে মন্তব্য করেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও নারী অধিকার সংগঠনগুলি।  তবে এই নিয়ে পঞ্চায়েতের কোনও হেলদোল নেই। বরং তাদের দাবি, গ্রামের মহিলাদের ভালোর জন্যই এমনটা করা হচ্ছে। পঞ্চায়েতের সাফাই, মহিলাদের কাছে মোবাইল ফোন থাকলে শিশুরা বেশি ঘন ঘন তা ব্যবহার করে। এরফলে শিশুদের দৃষ্টিশক্তির উপর প্রভাব পড়তে পারে। সুতরাং স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

    রবিবার গাজীপুর গ্রামে অনুষ্ঠিত পঞ্চায়েত সভায় এই প্রস্তাবটি রাখা হয়। আলোচনার পর, বৈঠকে উপস্থিত সমস্ত সদস্যরাই নিয়মটি বাস্তবায়নে সম্মত হন। নতুন বছরে মোট ১৫টি গ্রামে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর মধ্যে রয়েছে গাজীপুর, পাওলি, কালদা, মনোজিয়াওয়াস, রাজিকাওয়াস, দাতলাওয়াস, রাজপুরা, কোডি, সিদ্রোদি, আলদি, রোপসি, খানাদেওয়াল, সাবিধর, হাতমি কি ধানী এবং খানপুর। 
  • Link to this news (বর্তমান)