• ৫১ গাড়ির পিছনে খরচ ১২ কোটি! স্পেশাল অডিটের নির্দেশ বনমন্ত্রীর
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
  • ভুবনেশ্বর: ৫১টি গাড়ির পিছনে খরচ ১২ কোটি! ২০২৪-২৫ অর্থবর্ষে ওড়িশার বনবিভাগের গাড়ি কেনার হিসেব সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। জানা যাচ্ছে, ১৪ লক্ষ টাকা করে মাহিন্দ্রা থার এসইউভিগুলি কিনতে খরচ হয়েছে প্রায় ৭ কোটি। সেগুলির বিভিন্ন রকমের মডিফিকেশনের জন্য খরচ হয়েছে আরও ৫ কোটি। বিতর্কের মুখে গোটা বিষয়টির স্পেশাল অডিটের নির্দেশ দিয়েছেন ওড়িশার বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী গণেশ রাম সিং খুঁটিয়া। 

    জানা যাচ্ছে, জল-জঙ্গল-পাথুরে জমিতে নিরবচ্ছিন্নভাবে টহলদারির জন্য প্রতিটি গাড়িতে ২১টি মডিফিকেশন করা হয়েছে। বসানো হয়েছে ধাতুর তৈরি বিশেষ বাম্পার, স্টিলের তৈরি চাকা, বিশেষ আলো। অপেক্ষাকৃত বেশি জলে যাতায়াতের জন্য বদলে ফেলা হয়েছে ‘স্নরকেল’। মন্ত্রী জানিয়েছেন, বনবিভাগের কাজের জন্য আদৌ এই মডিফিকেশনগুলি প্রয়োজন ছিল কি না, তা খতিয়ে দেখতেই স্পেশাল অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় মডিফিকেশন বা কোনও দুর্নীতি ধরা পড়লে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। 

    যদিও আধিকারিকদের মতে বনাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণ, দুর্গম এলাকায় বনকর্মীদের পৌঁছানো, চোরা শিকার ও পাচার রোধ সহ একাধিক কাজের জন্য এই ধরনের মডিফিকেশন আবশ্যিক ছিল। তবে এত খরচের জন্য আগে থেকে অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। সব মিলিয়ে বনদপ্তরের এই বিপুল খরচ রীতিমতো চর্চার বিষয় হয়েছে জনমানসে।
  • Link to this news (বর্তমান)