আখলাক খুনে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আর্জি খারিজ, আদালতে ধাক্কা যোগী আদিত্যনাথ সরকারের
বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
লখনউ: আদালতে ধাক্কা খেল যোগী সরকার। দাদরি মামলায় উত্তরপ্রদেশ সরকারের আবেদন খারিজ করল ফাস্ট ট্র্যাক কোর্ট। ২০১৫ সালে উত্তরপ্রদেশের দাদরির বিসাদা গ্রামে মহম্মদ আখলাককে পিটিয়ে খুন করা হয়। গুজব ছড়িয়ে পড়েছিল তিনি বাড়িতে গোরুর মাংস রেখেছিলেন। তারপরই গ্রামবাসীরা চড়াও হয় আখলাকের বাড়িতে। তাঁর ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছিল। অভিযুক্তদের মধ্যে একজন হেফাজতে থাকাকালীন মারা যায়। বাকি ১৭ জন বিভিন্ন সময়ে জামিন পেয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার অভিযুক্তদের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করার দাবি জানায়। যদিও সেই আবেদন খারিজ করেছে কোর্ট।
আদালত জানিয়েছে, সরকারের যুক্তির কোনও আইনি ভিত্তি নেই। আদালত এই আবেদনকে ‘অপ্রাসঙ্গিক ও ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছে। মামলার বিচার অবশ্য চলবে। আগামী ৬ জানুয়ারি পরবর্তী শুনানি। পাশাপাশি আদালত সাফ জানিয়েছে, এখন থেকে মামলার শুনানি প্রতিদিন হবে। সাক্ষীদের বয়ান দ্রুত রেকর্ড করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রয়োজনে সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার জন্য গ্রেটার নয়ডার পুলিশ কমিশনার ও ডেপুটি পুলিশ কমিশনারকে নির্দেশও দিয়েছে আদালত। আখলাকের পরিবারের আইনজীবী ইউসুফ সইফি জানান, আদালত সরকারের আবেদন পুরোপুরি খারিজ করেছে। এটি আখলাকের পরিবারের জয়। এই রায়কে ন্যায়বিচারের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত।