• ২৫০ কোটির ভাগ পেয়েছেন ভূপেশ বাঘেলের ছেলে, দাবি আবগারি দুর্নীতি মামলার চার্জশিটে
    বর্তমান | ২৪ ডিসেম্বর ২০২৫
  • রায়পুর: গত ১৮ জুলাই। জন্মদিনের সকালে গ্রেফতার করা হয়েছিল ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্যকে। আবগারি দুর্নীতি মামলায় এবার চৈতন্যের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ছত্তিশগড় পুলিশের দুর্নীতি দমন শাখা। সেখানে দাবি করা হয়েছে, আবগারি দুর্নীতি চক্রে জড়িতদের কাছ থেকে ২০০ থেকে ২৫০ কোটি টাকার ভাগ পেয়েছিলেন চৈতন্য।

    সোমবার বিশেষ আদালতে চার্জশিট দাখিল করা হয়। দুর্নীতি দমন শাখার আধিকারিকদের বক্তব্য, ২০১৮-২৩ সালে কংগ্রেস সরকারের আমলে আবগারি বিভাগে একটি বড়সড় তোলাবাজির সিন্ডিকেট গড়ে ওঠে। আর এই সিন্ডিকেট তৈরি থেকে চালানো, সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল চৈতন্যের। ৩ হাজার ৮০০ পাতার চার্জশিটের ছত্রে ছত্রে রয়েছে দুর্নীতির অভিযোগ। সেই সূত্রেই জানা গিয়েছে, ৩ হাজার কোটিরও বেশি এই দুর্নীতি মামলায় আবগারি সিন্ডিকেটের সদস্যদের পকেটে একটা বড়ো অংকের টাকা ঢুকেছে। শুধুমাত্র চৈতন্যই ২০০- ২৫০ কোটি টাকার ভাগ পেয়েছেন। 

    সেইসময় প্রশাসনে কর্মরত অনিল টুটেজা, সৌম্য চৌরাশিয়া, অরুণপতি ত্রিপাঠী ও নিরঞ্জন দাসের সঙ্গে কো-অর্ডিনেটর হিসেবে কাজ করতেন চৈতন্য। উপর মহলের পাশাপাশি এই মামলায় অভিযুক্ত ব্যবসায়ী আনোয়ার ধেবর, অরবিন্দ সিং সহ নীচুতলার বেশ কয়েকজন অপারেটরদের সঙ্গেও টাকার লেনদেন চলত তাঁর।
  • Link to this news (বর্তমান)